সোমবার, ৩১ মার্চ, ২০২৫, ঢাকা

কাজী হায়াতের সঙ্গে যে আচরণ তা ইনটেনশনালি: ওমর সানী

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৭ মার্চ ২০২৫, ০১:০০ পিএম

শেয়ার করুন:

loading/img

আসন্ন ইদুল ফিতরে মুক্তিপ্রতিক্ষীত আলোচিত সিনেমাগুলোর টিজার, গান মন কেড়েছে দর্শকদের। ঈদে মুক্তি পাচ্ছে এক গুচ্ছ ছবি। তবে সিনেমাপ্রেমিরা  মনে করছেন ঈদে মুক্তিপ্রাপ্ত ছবিগুলোর মধ্যে দর্শকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকবে ‘বরবাদ’ ও ‘দাগি’। 

‘দাগি’ ছবি আগেই আনকাট সার্টিফিকেশন পেয়েছে। এখন জোর প্রচারণায় সিনেমার টিম সদস্যরা। তবে আনকাট সার্টিফিকেশন মিলেনি ‘বরবাদ’ সিনেমার। 


বিজ্ঞাপন


kazi-Hayat

গত সোমবার চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডে জমা দেওয়া হয়েছিল ‘বরবাদ’ ছবি। সিনেমা দেখার পর বোর্ড কর্তারা ভায়োলেন্সের ওপর আপত্তি জানায়। সেন্সর বোর্ড কর্তাদের আপত্তিতে কিছু সংশোধনীও করা হয়েছে। 

তবে শাকিব ভক্তদের দাবি আনকাট সার্টিফিকেশনের। সেই দাবি জানাতে মঙ্গলবার চলচ্চিত্র নির্মাতা ও সেন্সর সার্টিফিকেশন বোর্ডের সদস্য কাজী হায়াতের গাড়ি আটকে প্রতিবাদ করেন। এক পর্যায় বর্ষীয়ান এ নির্মাতার সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময় হয় শাকিব ভক্তদের। এ ঘটনায় এবার মুখ খুললেন ঢালিউড অভিনেতা ওমর সানী।

কীভাবে ৩০ বছর কাটল টেরই পেলাম না: ওমর সানী


বিজ্ঞাপন


পোস্টে তিনি লিখেছেন , ‘কাজী হায়াত কিংবদন্তীর নাম। যদিও তার সাথে আমার কোন ছবি নেই। কিন্তু ওনাকে শ্রদ্ধা করি। ওনার সাথে যে ব্যবহারটা করা হয়েছে ,এটা খুবই দুঃখজনক।’

অভনিতা মনে করেন কাজী হায়াতের সঙ্গে যে আচরণ করা হয়েছে তা ইচ্ছাকৃতভাবে ঘটানো হয়েছে। তার কথায়, ‘আমার কাছে মনে হয়েছে এটি ইনটেনশনালি করা।’

শিল্পী সমিতির সদস্য থাকতে চান না ওমর সানি 

সবশেষ লিখেছেন, ‘যাই হোক আমরা সম্মানের সাথে থাকি। জোর শব্দ টা কারো একার না।’

অভিনেতার পোস্টে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। শাকিবের পক্ষ নিয়ে একজন লিখেছেন, ‘একটি ভালো উন্নতমানের সিনেমার বারোটা বাজায় দিতে চাইছিল। তখন আপনার আওয়াজ কোথায় ছিলো?’। অন্য একজন অভিনেতার পক্ষ নিয়ে লিখেছেন, ‘আপনি ঠিক বলেছেন, উনি গুরুজন ব্যক্তি। তাকে অসম্মান করা উচিত হয়নি।’

ইএইচ/

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন