অভিনয়ে অনিয়মিত হলেও সামাজিক যোগাযোগমাধ্যমে যথেষ্ট নিয়মিত ওমর সানি। বিভিন্ন বিষয়ে নিজের মতামত প্রকাশ করেন তিনি। এবার তিনি কথা বললেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি নিয়ে। জানালেন শিল্পী সমিতির সদস্য হিসেবে থাকতে চান না তিনি।
সামাজিক মাধ্যমে কথাটি জানিয়েছেন সানি। আজ শনিবার নিজের ফেসবুকে এ নায়ক লেখেন, আমি আর শিল্পী সমিতিতে সদস্য হিসাবে থাকতে চাচ্ছি না, আমি কয়েক দিনের মধ্যে প্রেসিডেন্ট সাহেবের কাছে চিঠি পাঠাব। আমার সমস্ত শিল্পীর প্রতি শ্রদ্ধা রইল।
বিজ্ঞাপন
আরও পড়ুন: মান্নার সেই কথাটি শোনা গেল জিতের মুখেও
তবে কী কারণে এমন সিদ্ধান্ত নিয়েছেন সে বিষয়ে কিছু জানাননি ওমর সানি। কারণ জানতে যোগাযোগ করা হলে সানি জানান, তিনি মিটিংয়ে আছেন।
এদিকে কয়েকদিন ধরেই বেশ আলোচনায় বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি। তবে সিনেমা বিষয়ক কোনো কারণে নয়। বরাবরের মতো গ্রুপিং, চেয়ারের লোভ ও মামলার কারণে আলোচনায় সংঠনটি। এতে চলচ্চিত্রের অনেকেই বিরক্ত। গতকাল অনন্ত জলিলের স্ত্রী ও চিত্রনায়িকা বর্ষাও সামাজিক মাধ্যমে প্রকাশ করেছেন বিরক্তি।
বিজ্ঞাপন
নিজের ফেসবুক পেজে বর্ষা লিখেছিলেন, “শিল্পী সমিতি শিল্পীদের জন্য কি কাজে লাগে তা আমি আজ পর্যন্ত বুঝতে পারলাম না। যা জানি তা আর বললাম না। পাবলিকের এখন সিনেমা হলে গিয়ে সিনেমা দেখার দরকার নাই। মানুষের এত ধৈর্য!” এবার সানি তো সংগঠনটির সঙ্গ ত্যাগ করার-ই ঘোষণা দিয়ে দিলেন।
সবশেষ ওমর সানিকে দেখা গেছে ‘ডেডবডি’ নামের একটি সিনেমায়। এটি নির্মাণ করেছেন মোহাম্মদ ইকবাল। ওমর সানি ছাড়াও অভিনয় করেছেন জিয়াউল রোশান, অন্বেষা, শ্যামল মওলা, রাশেদ মামুন অপু, মিষ্টি জাহান প্রমুখ।