ঈদে মুক্তিপ্রতিক্ষীত ‘বরবাদ’ সিনেমায় আপত্তি জানিয়েছে চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড। ছাড়পত্র পেতে ছবির ১০ মিনিটের ওপর কাঁচি চালানোর শর্ত দেওয়া হয়েছে। এতেই ফুঁসে উঠেছেন শাকিবিয়ানরা। আনকাট ছাড়পত্রের দাবিতে চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের সামনে আজ মঙ্গলবার মানববন্ধন করছেন তারা।
সামাজিক মাধ্যম ফেসবুকে চলচ্চিত্র বিষয়ক বিভিন্ন গ্রুপে ভেসে বেড়াচ্ছে শাকিবিয়ানদের মানববন্ধনের সেসব ছবি। সেখানে দেখা গেছে, সার্টিফিকেশন বোর্ডের সামনে ব্যানার হাতে দাঁড়িয়ে শাকিবভক্তরা। ব্যানারে লেখা, ‘‘এক দফা এক দাবি, ‘বরবাদ’ -এর আনকাট সেন্সর দিতে হবে।’ কারও হাতে রয়েছে ‘বরবাদ’ -এর পোস্টার।
এদিকে গতকাল সোমবার ‘বরবাদ’ -এর ছাড়পত্রের বিষয়ে বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের উপ-পরিচালক মঈন উদ্দিন ঢাকা মেইলকে বলেছিলেন, ‘প্রদর্শনী শেষে কিছু সংশোধনী দিয়েছে বোর্ড। ভায়োলেন্সে আপত্তি জানানো হয়েছে। দেওয়া হয়েছে কিছু অবজারভেশন। সেগুলো ঠিক করলে ফের দেখা হবে ছবিটি।’
বিষয়টি নিয়ে সার্টিফিকেশন বোর্ডের অন্যতম সদস্য নির্মাতা কাজী হায়াৎ বলেছিলেন, ‘আজ ছবিটি দেখা হলো। কিছু কাটিং আছে। তাদের সময় দেওয়া হয়েছে। আজকের মধ্যে সংশোধন করে জমা দিলে আগামীকাল (মঙ্গলবার) সেন্সরে আবার কাটিংটা দেখে কালকের মধ্যেই সার্টিফিকেট প্রদান করবে।’
কোথায় সংশোধনী দেওয়া হয়েছে জানতে চাইলে এ নির্মাতা বলেছিলেন, ‘ভায়োলেন্সে আপত্তি জানানো হয়েছে। সেসব সংশোধন করতে বলা হয়েছে।’
এতেই ফুঁসে ওঠেন শাকিবিয়ানরা। সামাজিক মাধ্যমে ছবিটির আনকাট ছাড়পত্রের দাবি জানান তারা। তারই ধারাবাহিকতায় কিং খানের ভক্তরা দাঁড়িয়েছেন চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের সামনে।