‘ব্ল্যাক ডায়মন্ড’খ্যাত কণ্ঠশিল্পী বেবী নাজনীন আধুনিক গানের বাইরে রবীন্দ্র-নজরুল, লালন, পল্লী গানেও পারদর্শী। দীর্ঘ সংগীত ক্যারিয়ারে ৫০টি একক এবং চলচ্চিত্রের অসংখ্য গানে কণ্ঠ দিয়েছেন। বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ততার কারণে আওয়ামী লীগ সরকারের শাসনামলে সব ধরনের কার্যক্রম বন্ধ হয়ে যায়।
বিজ্ঞাপন
এবার দীর্ঘ দুই দশক পর বিটিভির ঈদের একক সংগীতানুষ্ঠান ‘প্রিয়তম একটু শোনো’তে দেখা যাবে তাকে। সংগীতানুষ্ঠানে আটটি একক গানে কণ্ঠ দিয়েছেন তিনি। এরমধ্যে আছে ‘দু চোখে ঘুম আসে না’, ‘কাল সারারাত’, ‘মধুচন্দ্রিমা এই রাতে’এর পাশাপাশি ‘খোলা হাটের বালুচরে’ শিরোনামে একটি আঞ্চলিক গান।

এ আয়োজন প্রসঙ্গে তিনি বলেন, ‘ঈদ উৎসব আনন্দময় করে তুলতেই দর্শক-শ্রোতার প্রিয় কিছু গান দিয়ে অনুষ্ঠানটি সাজানো হয়েছে। নির্মাণেও আছে নান্দনিকতার ছাপ। সব মিলিয়ে অনুষ্ঠানটি অনেকের ভালো লাগবে বলেই আশা করছি।’
দুই দশক পর টেলিভিশনে ফেরা নিয়ে তিনি যোগ করেন, ‘বিটিভি শুধু রাষ্ট্রীয় টিভি চ্যানেলই নয়, সেই সঙ্গে বহু শিল্পী ও তারকার আঁতুরঘর। দশকের পর দশক পেরিয়ে গেছে, তারপরও যেখানে গান গাওয়া যেভাবে বঞ্চিত করা হয়েছে, তার ইতি টানা প্রয়োজন মনে করেননি কেউ। রাজনৈতিক কারণে শিল্পীদের অদৃশ্য এক কালো তালিকা তৈরি করে সেখানে একরকম প্রবেশ নিষিদ্ধ করে রাখা হয়েছিল। একজন শিল্পী হিসেবে জাতীয় গণমাধ্যমে গাইতে না পারা কষ্ট কেমন, তা দুই দশক ধরে উপলব্ধি করেছি।’
বিজ্ঞাপন
জন্মদিনে ভক্তদের যে বার্তা দিলেন বেবী নাজনীন

সবশেষ তিনি বলেন, ‘রাজনৈতিক পট পরিবর্তনের মধ্য দিয়ে বিটিভিতে ফিরে আসা। এই ফেরা অন্যরকম এক ভালো লাগার। এখন আমার একটাই চওয়া, অতীতের ঘটনাগুলোর যেন আর পুনরাবৃত্তি না ঘটে। প্রত্যেক শিল্পী যেন স্বাধীনভাবে প্রচার মাধ্যমগুলোয় নিজস্ব সৃষ্টি ও প্রতিভা তুলে ধরার যেন সুযোগ পান।’
বলে রাখা ভালো, বিটিভির পাশাপাশি বিভিন্ন চ্যানেলের আরও কয়েকটি ঈদ অনুষ্ঠানে দেখা মিলবে তাকে। দীর্ঘ সংগীত ক্যারিয়ারে অনিন্দ্য কণ্ঠের মূর্ছনায় মাতিয়েছেন অগণিত শ্রোতাদের। কাজের স্বীকৃতিস্বরুপ পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ অগণিত পুরস্কার।
ইএইচ/

