জনপ্রিয় কণ্ঠশিল্পী বেবী নাজনীনের মা আবিদা মনসুর আর নেই। গতকাল বুধবার সকালে বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে তার। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। খবরটি নিশ্চিত করেছেন বেবী নাজনীনের ভাই এনাম সরকার।
তিনি জানান, দীর্ঘদিন ধরে তিনি কিডনি জটিলতাসহ নানা সমস্যায় ভুগছিলেন তার মা। শেষমেশ মৃত্যুর কাছে পরাস্ত হতে হলো তাকে। তিনি তিন মেয়ে, এক ছেলে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
বিজ্ঞাপন

এরইমধ্যে দাফন সম্পন্ন হয়েছে গায়িকার মায়ের। পারিবারিক সূত্রে জানা গেছে, গতকাল বাদ জোহর জানাজা শেষে বনানী কবরস্থানে তাকে দাফন করা হয়।
দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে আছেন বেবী নাজনীন। গত মঙ্গলবার একটি অনুষ্ঠানে গান গাইতে সেখান থেকে জাপান গেছেন তিনি। জাপানে বসেই পান মায়ের মৃত্যুর সংবাদ। শিগগিরই দেশে ফেরার কথা রয়েছে গায়িকার। মৃত মায়ের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন তিনি।

