শুক্রবার, ২৮ মার্চ, ২০২৫, ঢাকা

শবনম ফারিয়াকে আপত্তিকর মন্তব্য, চাকরি হারালেন সেই কর্মী

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৪ মার্চ ২০২৫, ১১:৩২ এএম

শেয়ার করুন:

অভিনেত্রীর পোস্টে আপত্তিকর মন্তব্য, চাকরি হারালেন সেই কর্মী

ছোটপর্দার অভিনেত্রী শবনম ফারিয়ার ফেসবুক পোস্টে গত ১৮ মার্চ রাকিবুল হাসান নামের এক ব্যক্তি আপত্তিকর মন্তব্য করায় ক্ষোভ ঝাড়েন অভিনেত্রী। ওই পোস্টে অভিযুক্ত ব্যক্তির মন্তব্যের স্ক্রিনশটসহ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি। অভিনেত্রী জানিয়েছিলেন ওই ব্যক্তি বেসরকারি প্রতিষ্ঠান ‘সাজেদা ফাউন্ডেশনে’র কর্মী। 

অভিযোগের বিষয়ে জানতে পারলে এক ফেসবুক পোস্টে প্রতিষ্ঠানটি ওই কর্মীর বিরুদ্ধে তদন্ত করার ঘোষণা দেয়। তদন্ত শেষে গতকাল রবিবার সন্ধ্যায় রাকিবুল হাসানকে চাকরিচ্যুত করার কথা জানায় প্রতিষ্ঠানটি। বিষয়টি এক ফেসবুক পোস্টে জানিয়েছেন অভিনেত্রী। 


বিজ্ঞাপন


480473527_1194497035368763_2773125459171289074_n

ওই পোস্টে অভিনেত্রী জানিয়েছেন, রাকিবুলের চাকরিচ্যুতির কথা তাকে ই–মেইলের মাধ্যমে জানিয়েছে বেসরকারি প্রতিষ্ঠানটি। নিজের ফেসবুক পোস্টে ই–মেইলটিও শেয়ার করেছেন। 

তিনি লিখেছেন, ‘আমি খুবই কৃতজ্ঞ, বিষয়টিকে তাঁরা খুবই সিরিয়াসলি নিয়েছেন। কীভাবে প্রতিটি প্রতিষ্ঠান নারীর বিরুদ্ধে সহিংসতা প্রতিরোধে ভূমিকা রাখতে পারে, প্রতিষ্ঠানটি সেই উদাহরণ তৈরি করেছে।’

484965265_1213985300086603_8927924151533727150_n


বিজ্ঞাপন


তিনি যোগ করেন, ‘সহিংসতা কেবল শারীরিক নয়, এটা হতে পারে অনলাইন বা রাস্তায় হয়রানি বা অন্য যেকোনো ধরনের ভীতি প্রদর্শন। কোনোটিই গ্রহণযোগ্য নয় বলেও উল্লেখ করেছেন ফারিয়া।’

সবশেষ তিনি লিখেছেন, ‘রাকিবুলকে চাকরিচ্যুত করায় বেসরকারি প্রতিষ্ঠানটিকে বিশেষ ধন্যবাদ জানাচ্ছি। আমি মনে করেন, এভাবেই পরিবর্তন হতে পারে। যেকোনও অপরাধের বিরদ্ধে সবাই একসাথে মিলে প্রতিবাদ করুন।’

ইএইচ/ 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর