বুধবার, ২৬ মার্চ, ২০২৫, ঢাকা

প্রসেনজিৎ শেয়াল, যীশু গাধা: রচনা 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৩ মার্চ ২০২৫, ০১:৫০ পিএম

শেয়ার করুন:

loading/img

টলিউডের জনপ্রিয় জুটিগুলোর মধ্যে অন্যতম প্রসেনজিৎ-রচনা। তাদের অভিনীত অসংখ্য সিনেমা দর্শকপ্রিয়তা অর্জন করেছে। আজকাল দুজনকে পর্দায় দেখা না গেলেও বিভিন্ন অনুষ্ঠানে একে অন্যের সম্পর্কে প্রশ্নের সম্মুখীন হন। সেরকম প্রশ্নের মুখে প্রসেনজিৎকে শেয়াল বলে আখ্যায়িত করেছিলেন। 

পশ্চিমবঙ্গের জনপ্রিয় টক শো অপুর সংসারে এসেছিলেন রচনা। উপস্থাপক শাশ্বত অভিনেত্রীকে ইন্ডাস্ট্রির মধ্যে শিয়াল, গাধা এবং মুরগি কে ও কেন? এর জবাবে দিদি নম্বর ওয়ান বলেন, 'শিয়াল তো প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। বুদ্ধিমান যাকে বলে একদম। আমাদের নায়ক। ভীষণ বুদ্ধি রেখে কাজ করেন। জানেন কোনখানে, কীভাবে বুদ্ধি রেখে চলতে হয়। শিয়াল পন্ডিত।

ps-20221019185423

যীশুকেও ছাড়েননি রচনা। তাকে গাধা মনে করেন তিনি। তার ভাষ্য, যীশু সেনগুপ্ত গাধা। তুমিও ওকে চেনো আমিও ওকে চিনি। কারণ ও আজ যে জায়গায় পৌঁছেছে সেটা ও অনেক আগে পৌঁছতে পারত। এত বছর ধরে যদি গাধামি না করত আগেই পৌঁছত।' 

শ্বাশতকে তো মুরগি বানিয়ে দিয়েছেন। এ কথা শুনে অভিনেতা বলেন, যে তিনি ব্রয়লার মুরগি হতে চান না। সেটা শুনেই রচনা বলে বসেন, 'শাশ্বত মুরগি। দেশি মুরগি যারা হয় তারা ভীষণভাবে জানে যে ব্রয়লার হওয়ার দরকার নেই। দিশি হলে তার ওই স্বাদ কী আছে, এবং তার ওই স্বাদ কত মানুষ উপভোগ করে। সেটা তুমি ভালো করে বোঝো বলে এখনও পশ্চিমবঙ্গে আছে মুম্বাইতে যাওনি।'

WhatsApp-Image-2025-03-19-at-12.18.08-PM

এদিকে পুরনো সে ভিডিও ফের ছড়িয়েছে সামাজিক মাধ্যমে। ফলে অনেকেই নতুন করে আলোচনা করছেন ভিডিওটি নিয়ে। 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর