দুই সন্তান নিয়ে সিঙ্গেল মাদার হিসেবেই কাটছে চিত্রনায়িকা পরীমণির জীবন। ভালোবেসে গোপনে বিয়ে করেছিলেন অভিনেতা শরিফুল রাজকে। মাদক কাণ্ডে জামিনে জেল থেকে মুক্তির কিছুদিন পরই বিয়ের খবর জানিয়েছিলেন তারা। তবে বেশি দিন টিকেনি এই সংসার। সন্তান জন্মের কিছু দিনের মধ্যে বিচ্ছেদ হয় ঢালিউড তারকা জুটির।
বিজ্ঞাপন
বিচ্ছেদের পর সন্তানের দায়িত্ব এখন পরীমণির কাঁধে। ভালোই যাচ্ছে মা-ছেলের মিষ্টি মধুর সম্পর্ক। তার প্রমাণ মিলে সোশ্যাল মিডিয়াতে। মা-ছেলের মজার মুহূর্তগুলো নিয়মিত সামাজিক মাধ্যমে পোস্ট করেন নায়িকা।
এক শিশু সন্তানের জন্য মায়ের গুরুত্ব উল্লেখ করে সোশ্যাল মিডিয়ার এক পোস্টে নিজের অনুভূতির কথা জানিয়েছেন অভিনেত্রী। ওই পোস্টে পরী লিখেছেন, ‘আজ খুব করে টের পাই, জীবনে কিছু লাগুক আর না লাগুক, মা কে লাগে! কারণে / অকারণে, প্রয়োজনে/ অপ্রয়োজনে, দরকারে বা অদরকারে! মা কে লাগে। লাগেই…। ঠিক আমার বাচ্চাদের মতোন।’
বিজ্ঞাপন
পরীমণির সঙ্গে প্রেমের গুঞ্জন, মুখ খুললেন শেখ সাদী
অভিনেত্রীর পোস্টে সহমত প্রকাশ করতে দেখা গেছে অনুসারীদের। এক ভক্ত লিখেছেন, ‘আপনি একদম ঠিক বলেছেন। মা হলো পৃথিবীর সবচেয়ে প্রয়োজনীয় মানুষটার নাম। যার তুলনা সে নিজেই।’ অন্য একজন লিখেছেন, ‘ঠিক বলেছেন আপু। মায়ের মতো আপন কেউ নাই, সব কিছুতেই মাকে দরকার। মা ছাড়া পৃথিবীটা অন্ধকার।’
ইএইচ/ আরআর