মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ফের মা হচ্ছে আলিয়া, ইঙ্গিত রণবীরের! 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২২ মার্চ ২০২৫, ১২:৫৭ পিএম

শেয়ার করুন:

ফের মা হচ্ছে আলিয়া, ইঙ্গিত রণবীরের! 

প্রথম সন্তান রাহার বয়স আড়াই বছর প্রায়। এরইমধ্যে দ্বিতীয় সন্তানের নাম ঠিক করেছেন রণলিয়া দম্পতি। এবার গুঞ্জন ফের সন্তানের মা হতে চলেছেন আলিয়া ভাট। সম্প্রতি সেরকম ইঙ্গিত রণবীর কাপুর নিজেই দিয়েছেন।

ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রথম সন্তান জন্মের পর নিজের শরীরে উল্কি করে রেখেছেন রণবীর। এবার আরও একটি উল্কি করার বিষয়ে নিজের ইচ্ছাপ্রকাশ করেছেন। তাহলে কি ফের অন্তঃসত্ত্বা আলিয়া!

20241021172057_original_15

যদিও এ নিয়ে মুখ খোলেননি রণবীর। শুধু উল্কি নিয়ে বলেছেন, “শীঘ্রই হয়তো দ্বিতীয় উল্কিটা করাব। সেটা হয়তো ৮ সংখ্যা সম্পর্কিত হতে পারে। আবার আমাদের দ্বিতীয় সন্তানের নামও হতে পারে!”

এতে কাপুরদের কনিষ্ঠ দম্পতি মুখে কুলুপ আটলেও অনেকের ধারণা, নিশ্চয়ই দ্বিতীয় সন্তানের প্রস্তুতি নিচ্ছেন তারা। সেকারণেই এরকম ফের উল্কি আঁকানোর ইঙ্গিত রণবীরের। 

1742552542375

২০২২ সালের এপ্রিলে গাঁটছড়া বাঁধেন আলিয়া-রণবীর। সুখবর দিতেও এগিয়ে ছিলেন তারা। বিয়ের কিছুদিন পরই জানিয়েছিলেন নতুন অতিথি আগমনের খবর। সে বছরের নভেম্বরে তাদের কোলজুড়ে আসে রাহা। 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর