দেশের ক্রিকেটের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে হলো বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। আগামী ২৭ ডিসেম্বর থেকে মাঠে গড়াবে টুর্নামেন্টটির ১১তম আসর। আগামী ১৪ অক্টোবর সাত ফ্র্যাঞ্চাইজি দল গোছাবে রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে বসে।
তবে বিপিএলে অংশগ্রহণকারী ফ্র্যাঞ্চাইজি মালিকানায় এসেছে বদল। আগের তিনটি ফ্র্যাঞ্চাইজি বাদ পড়েছে। এবারে বিপিএলে ফিরেছে রাজশাহী। আর নতুন ব্যবস্থাপনায় আসছে চট্টগ্রাম ও ঢাকা। যেখানে ঢাকার হয়ে বাংলাদেশ ক্রিকেটের বড় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে অভিষেকে হয়েছে চিত্রনায়ক শাকিব খানের। এমনকি বিপিএলের ইতিহাসে প্রথমবারের মতো চিত্রতারকা হিসেবে দল কিনলেন এই ঢালিউড কিং।
বিজ্ঞাপন
আসন্ন বিপিএলে চিত্রনায়ক শাকিবের প্রসাধনী ও হোম কেয়ার প্রতিষ্ঠান রিমার্ক-হারল্যান ঢাকার ফ্র্যাঞ্চাইজি কিনেছে। আর আসন্ন সেই টুর্নামেন্টকে সামনে রেখে দলের নাম চূড়ান্ত করার পাশাপাশি নতুন লোগো উন্মোচন করল প্রতিষ্ঠানটি।
এই বছরের শেষে শুরু হতে যাওয়া বিপিএলের ১১তম আসরে ‘ঢাকা ক্যাপিটালস’ নাম নিয়ে আসছে চিত্রনায়ক শাকিবের প্রতিষ্ঠানটি। আজ বুধবার (২ অক্টোবর) লোগো উন্মোচন করেন অভিনেতা শাকিব খান। উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির এক্সিকিউটিভ ডিরেক্টর মামনুন হাসান ইমন, ঢাকা ক্যাপিটালসের সিইও আতিক ফাহাদসহ অন্যান্যরা।
বিপিএলের দল নেওয়া প্রসঙ্গে শাকিব খান বলেন, ‘আসন্ন বিপিএলে আমাদের টিমের নাম সাজেস্ট করতে দেশ বিদেশের আমার ভালোবাসার মানুষ এবং ক্রিকেটপ্রেমীরা অনেক রেসপন্স দিয়েছেন। যা দেখে সত্যি উচ্ছ্বসিত হয়েছি। তাই সবার মতামতকে প্রাধান্য দিয়ে আমাদের টিমের নাম চূড়ান্ত করা হয়েছে ‘ঢাকা ক্যাপিটালস’। আপনাদের সকলের সর্বোচ্চ সমর্থন ও ভালোবাসায় ঢাকা ক্যাপিটালস অর্জন করবে কাঙ্খিত সাফল্য।’