সোমবার, ১৭ মার্চ, ২০২৫, ঢাকা

কঠোর অবস্থানে তিশা, যেসব শর্ত দিলেন আপত্তিকর ভিডিও ধারণকারীকে 

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ২১ নভেম্বর ২০২৪, ০৬:৪৯ পিএম

শেয়ার করুন:

loading/img

লুকিয়ে আপত্তিকর ভিডিও ধারণের অভিযোগ তুলেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তাসনুভা তিশা। গতকাল বুধবার দিবাগত রাতে ফেসবুক লাইভে এসে এ অভিযোগ জানান তিনি। একইসঙ্গে গোপনে আপত্তিকর ভিডিও ধারণকারী ওই যুবকের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ারও হুমকি দেন। 

ভিডিও ধারণকারীর বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিয়েছেন কি না জানতে যোগাযোগ করা হলে ঢাকা মেইলকে তিশা বলেন, অনেক রাতে লাইভে এসেছিলাম। আজ বৃহস্পতিবার দিনের শুরু থেকেই ব্যস্ততা। ভোরে শুটিংয়ে এসেছি পূবাইলে। এরমধ্যে দুই এক জনের সঙ্গে কথা হয়েছে। বিষয়টির কী সমাধান হতে পারে সেটা নিয়ে চেষ্টা চলছে। 


বিজ্ঞাপন


tisha

এরপর নিজের দৃঢ় অবস্থান জানান দিয়ে অভিনেত্রী বলেন, আমার জায়গা থেকে আমি খুবই লাউড ক্লিয়ার। আমাকে বলা হয়েছে তিনি (ভিডিও ধারণকারী কাউসার) আমার কাছে ক্ষমা চাবেন এবং সেই ভিডিও সামাজিক মাধ্যমে আপলোড করবেন। আমার এসবের প্রয়োজন নেই। তাতে মানুষ উল্টো ভাববে। মনে করবে সব সাজানো ছিল। ফুটেজ বা ভিউয়ের জন্য আমি এসব করেছি। এরইমধ্যে অনেকে ভাবছেন। কিন্তু ব্যাপারটা তো তা না।

তিশা কিছু শর্ত দিয়ে বলেন, ভুল তিনি করেছেন। আমার জায়গা থেকে আমি স্পষ্টভাবে বলতে চাই, তিনি অবশ্যই ভুল স্বীকার করে ভিডিও করবেন। এছাড়া যে পেজ থেকে তিনি আমার ভিডিও আপলোড করেছিলেন সেই পেজ আর কখনও চালাতে পারবেন না। সারা জীবনের জন্য বন্ধ করে দিতে হবে পেজটি। পাশাপাশি নিজের প্রোফাইল থেকে ভুল স্বীকারের ভিডিও আপলোড করবেন। 

440414033_975130417523398_4367001224092348774_n


বিজ্ঞাপন


এ সময় তাসনুভা তিশা বলেন, আগেও তিনি এরকম করেছেন। কোনো ছাড় দিতে চাই না। খুবই কঠোরভাবে পদক্ষেপ নিতে চাই। যেন তিনি আমাদের শিল্পীদের ধারের কাছে না আসতে পারেন। শুধু আমার জন্য না এটি সবার স্বার্থে। এর আগে অন্যদের সঙ্গে তিনি যখন এরকম আচরণ করেছেন তখন ব্যবস্থা নেওয়া হলে হয়তো আমার সঙ্গে এরকম ঘটনা ঘটত না। এবার আমিও যদি ছেড়ে দিই তাহলে অন্যদের সঙ্গেও করবেন তিনি। 

সবশেষে জনপ্রিয় এ অভিনেত্রী বলেন, যদি তিনি না মানেন তাহলে পরে কি করা যায় ভেবেচিন্তে সে সিদ্ধান্ত নেব।

গতকাল বুধবার দিবাগত রাতে নিজের ফেসবুক থেকে লাইভে এসে ‘কাউসার’স কিংডম’ নামের একটি ফেসবুক পেজ এবং ওই পেজের কর্ণধারের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন তিশা। তিনি বলেছিলেন, ‘কিছুক্ষণ আগে এক ব্যক্তির ছবি দিয়ে একটি পোস্ট করেছি। তিনি নিজেকে সাংবাদিক পরিচয় দেন। চার-পাঁচ দিন আগে নবাবগঞ্জে আমাদের শুটিং ছিল। বাপ্পি খানের পরিচালনায় একটি নাটক করছিলাম। সেখানে অনেক সাংবাদিক এসেছিলেন। আমার ও আমার সহশিল্পী আরশ খানের সাক্ষাৎকার নেন। সেখানে উনি ছিলেন। আমি ভেবেছিলাম তিনি সাংবাদিক।’

467589374_1108671970835908_57689812548071818_n

এরপর তিশা বলেছিলেন, ‘কিন্তু এই লোক সাংবাদিক তো দূরের কথা, তিনি আদৌ মানুষ কিনা, আমার সন্দেহ। কারণ তিনি লুকিয়ে বিভিন্ন অভিনেত্রীদের আপত্তিকর ভিডিও ধারণ করেন, যেটা আমারও করেছেন। সেটির ভিউ ২ দশমিক ১ মিলিয়ন ছাড়িয়ে গেছে। ভিডিওটি ছড়িয়ে গেছে এবং নামানো সত্ত্বেও অনেকের কাছে আছে।’

ঘটনার বর্ণনা দিয়ে তাসনুভা তিশা বলেছিলেন, ‘আউটডোর শুটিংয়ে, আমরা যারা অভিনেতা-অভিনেত্রী, আমাদের লেপেল পরার আলাদা কোনো জায়গা থাকে না। নিজেদের মতো করে পরতে হয়। আমি খোলা মাঠে শুটিং করছিলাম। সামনে সাংবাদিকরা ছিলেন। ভেবেছিলাম, সাংবাদিক ভাইয়েরা কখনও এমন কাজ করবেন না। তাই আমার মতো করে লেপেল পরছিলাম এবং ঠিক করছিলাম। সেই ভিডিও সে ধারণ করে ‘কাউসার কিংডম’ নামের এক পেজে আপলোড করেন।

অভিনেত্রী বিস্ময় প্রকাশ করে বলেছিলেন, ‘কতটা বিবেকহীন ও শিক্ষার অভাব হলে মানুষ এ ধরনের কাজ করে! এ ধরনের কিছু ব্যক্তি আছেন যারা নিজেদের সাংবাদিক বলে দাবি করেন, কিন্তু তারা আসলে সাংবাদিক নয়। একজন অভিনেত্রী হিসেবে আমি এই লোকের বিরুদ্ধে অবশ্যই অ্যাকশন নেব। তিনি কোনো শুটিং স্পটের আশেপাশে যেন কখনো না আসেন। তাকে বয়কট করা উচিত।’

464692950_1091003335936105_5636489191478407029_n

তিশা যোগ করেছিলেন, ‘হয়তো বলার সঙ্গে সঙ্গে আমার ভিডিও নামিয়ে দিয়েছে। কিন্তু তার পেজে শুধু আমি না, আরও অনেক অভিনেত্রীর ভিডিও আছে যেগুলো তিনি লুকিয়ে ধারণ করেছেন। লুকিয়ে ধারণ করে আপত্তিকর ভিডিও পেজে পোস্ট করেন। সেখানে সারিকা সাবাহ আপু, অর্চিতা স্পর্শিয়া, তানিয়া বৃষ্টি, কুসুম শিকদার আপুর ভিডিও দেখেছি।’

এ সময় নাম উল্লেখ করে তাসনুভা তিশা বলেছিলেনন, ‘কাউসার নামের এই লোক নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে হয়তো সবার মাঝে যান, গিয়া এ সমস্ত কার্যকলাপ করেন। আমি সাংবাদিক ভাইদের উদ্দেশে বলব, আপনাদের নিশ্চয়ই এ ব্যাপারে করণীয় কিছু আছে। আমার কলাকুশলী, যারা আছেন, অভিনেত্রী-অভিনেতারা, যাদের নাম মেনশন করলাম, আপনারা এই বিষয়ে পরামর্শ দিন, জানাবেন কি করা উচিত?’

সবশেষে বলেছিলেন, ‘এই লোকের বিরুদ্ধে আমি অ্যাকশন নিতে চাই। সে যেন সাংবাদিকতা তো দূরের কথা, কোনো শুটিং স্পট, কোনো অনুষ্ঠান, মিডিয়ার অ্যাওয়ার্ড অনুষ্ঠানের আশেপাশে যেন না আসতে পারে। তাকে বয়কট করা হোক।’

লাইভে আসার আগে তিশা নিজের ফেসবুকে একটি পোস্ট দিয়েছিলেন। সেখানে দেখা যায় এক ব্যক্তির দুটি ছবি এবং ‘কাউসার’স কিংডম’ নামের একটি পেজের স্ক্রিনশট। ধারণা করা হচ্ছে, তিনি পেজের কর্ণধার কাউসার।

ক্যাপশনে তিশা লিখেছিলেন, ‘দয়া করে কেউ এই লোককে চিনে থাকলে তার বিস্তারিত দিন। আমি লাইভে আসছি ১০ মিনিটের মধ্যে। অসম্ভব বাজে একটা ঘটনা ঘটেছে। বলছি পুরোটা। দয়া করে আমাকে শুনুন!’ এরপরই লাইভে আসেন তিশা। জানান কাউসারের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার কথা। তারই পরিপ্রেক্ষিতে আজ নিজের কঠোর অবস্থানের জানান দিলেন অভিনেত্রী। 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন