বুধবার, ২৬ মার্চ, ২০২৫, ঢাকা

শাহরুখের জন্য পিছিয়ে গিয়েছিল শতাধিক বিয়ে! 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৩ মার্চ ২০২৫, ১১:১০ এএম

শেয়ার করুন:

শাহরুখের জন্য পিছিয়ে গিয়েছিল শতাধিক বিয়ে! 

বলিউডের রোমান্স কিং শাহরুখ খান। তাকে নিয়ে ভক্তদের উন্মাদনার শেষ নেই। সব বয়সের মানুষের কাছে সমান জনপ্রিয় তিনি। তার অভিনয় যাদুতে বাকরুদ্ধ অনুরাগীরা। একবার বলিউড বাদশার কারণেই মুম্বাই শহরে শতাধিক বিয়ে আটকে গিয়েছিল। কিন্তু কি এমন ঘটেছিল; নেপথ্য কারণ জানলে চমকে যাবেন আপনিও! 

শাহরুখ_খান


বিজ্ঞাপন


ক্যারিয়ার শুরের দিকে প্রায় দুই দশক আগের ঘটনা। ভারতের ব্যস্ততম শহর মুম্বাইয়ে চলছিল শাহরুখ- ঐশ্বরিয়া ‘দেবদাস’ ছবির শুটিং। ৫০ কোটি রুপি বাজেটের সিনেমাটি নির্মাণের জন্য নজরকাড়া সেট তৈরি করা হয় শহটিতে। শুটিং সেটের এক কিলোমিটার এলাকাজুড়ে ১০০ ওয়াটের আলো লাগানোর কথা বলেন সিনেমাটোগ্রাফার বিনোদ প্রধান। আলো জ্বালানোর জন্য মুম্বইয়ের যত জেনারেটর ছিল প্রায় সবই ভাড়া নেওয়া হয়। 

js-SHAHRUKH-KHAN-JAWAN-STAR

এ কারণেই মুম্বাই জেনারেটরের আকাল দেখা যায় । তাই বাধ্য হয়ে বহু বিয়ের অনুষ্ঠান পিছিয়ে দেয় সেখানকার জনগণ। সম্প্রতি এক সাক্ষাৎকারে ছবির সিনেমাটোগ্রাফার বিনোদ প্রধান এ সব কথা জানিয়েছেন।  

সপরিবারে কেন  ‘মান্নত’ ছাড়ছেন শাহরুখ খান? 


বিজ্ঞাপন


সেদিনের ঘটনায় খারাপ লাগলেও ‘দেবদাস’ ছবি বক্স অফিসে সফল হওয়ায় সব ভুলে গেছেন বিনোদ। তিনি বলেন, ‘সেদিন সত্যি খারাপ লাগছিল। তবে ছবি মুক্তির পর এটি বক্সঅফিসে ঝড় তোলে। ১৬৮ কোটি টাকা উপার্জন করে ছবিটি। সিনেমার সাফল্যে কিছুটা আফসোস কমেছে।’

ইএইচ/ 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর