চেন্নাইয়ে পবিত্র রমজান মাস উপলক্ষে এক বিশাল ইফতার পার্টির আয়োজন করেন দক্ষিণী সুপারস্টার ও রাজনীতিবিদ থালাপতি বিজয়। সামাজিক মাধ্যমে ঘুরছে দক্ষিণী তারকা ও রাজনীতিবিদ থালাপতি বিজয়ের একটি ভিডিও। যেখানে তাকে দেখা গেছে ইসলামি পোশাকে। মাথায় ছিল টুপিও। এরইমধ্যে ভিডিওটি বেশ ভাইরাল হয়েছে। অনেকেই জানতে চাইছেন এর পেছনের কারণ।
গেল শুক্রবার থালাপতির রাজনৈতিক দল তামিলাগা ভেত্ত্রি কাজাগাম (TVK)-এর উদ্যোগে এক বিশাল ইফতার পার্টির আয়োজন করা হয়। ওই এই অনুষ্ঠানে বিজয় সাদা পোশাক ও টুপি পরিধান করে উপস্থিত হন এবং মোনাজাতে অংশ নিতেও দেখা যায় তাকে।
বিজ্ঞাপন
এমন কাজে নেটিজেনদের কাছে বিজয় প্রশংসিত হলেও ভালোভাবে নেয়নি তামিলনাড়ুর সুন্নাত এ জামাত নামে একটি সংগঠন। বিজয়ের বিরুদ্ধে মুসলিম সম্প্রদায়কে অপমানের অভিযোগ এনেছে তারা। সংঠনটির দাবি, মাতাল ও উচ্ছৃঙ্খল লোকদের এনে ইফতার করিয়েছেন বিজয়। এমন অনেকে ওই আয়োজনে ছিলেন যারা ইফতারের মতো ধর্মীয় অনুষ্ঠানে গ্রহণযোগ্য নয়।
অভিযোগ এনেই ক্ষান্ত হয়নি সংগঠনটি। চেন্নাই থানায় বিজয়ের বিরুদ্ধে অভিযোগও দায়ের করেছে তারা। বিজয়কে দুঃখ প্রকাশের পাশাপাশি ক্ষমা চাইতে বলেছে সুন্নাত এ জামাত।
ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, থালাপতি বিজয় এদিন রোজা রেখেছিলেন। তিনি ইফতার ও নামাজে অংশ নেন। ওয়াইএমসিএ গ্রাউন্ডস, রয়াপেট্টাহ-তে অনুষ্ঠিত হয়। এ আয়োজনে প্রায় ৩,০০০ -এর মতো লোকে আয়োজন করা হয়। এছাড়া, ১৫টি স্থানীয় মসজিদের ইমামদেরও অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়।