বলিউড মহাতারকা অমিতাভ বচ্চন বর্তমানে অভিনয় করেন গুরুজনের চরিত্রে। কিন্তু একটা সময় ইন্ডাস্ট্রির ‘অ্যাংরি ইয়ং ম্যান’ ছিলেন তিনি। জয়া বাচ্চানকে বিয়ে করেছিলেন ঠিকই, কিন্তু সুন্দরী নায়িকাদের নিয়ে ব্যস্ত থাকতেন অমিতাভ। ‘ক্যাসিনোভা’ তকমাও পেয়েছিলেন এই অভিনেতা।
বিজ্ঞাপন
২০ বছর আগে এমন একটি ছবিতে অভিনয় করেছিলেন, যেখানে তার চেয়ে প্রায় ৩৬ বছরের ছোট অভিনেত্রীর সঙ্গে রোম্যান্স করেছিলেন। অবাক করার বিষয় হলো ওই ছবির জন্য বিগ-বি ৫৭টি পুরস্কার জিতেছিলন।
বলিউডের মেগাস্টার অমিতাভ বচ্চন পাঁচ দশকেরও বেশি সময় ধরে কাজ করছেন। অভিনয় করেছেন বহু আইকনিক চরিত্রে। তবে আজ জানবেন তার অভিনয়জীবনের বিখ্যাত ছবির গল্প যেখানে প্রথম বার চুমু দৃশ্যে দেখা গিয়েয়েছিল তাকে।
ওই আলোচিত ছবির নাম‘ব্ল্যাক’। সিনেমাতে দেবরাজের চরিত্রে অভিনয় করেন অমিতাভ এবং মিশেল চরিত্রে রানী মুখার্জী। সিনেমার পর্দায় শিক্ষক দেবরাজ প্রেমে পড়েন মিশেল ।
বিজ্ঞাপন
এদিকে মিশেল জন্ম থেকেই অন্ধ ও বধির। আর দেবরাজ বৃদ্ধ নেশাগ্রস্ত শিক্ষক। সম্পূর্ণ ছবির গল্প এই দুই চরিত্রকে ঘিরেই আবর্তিত হয়। এরপরই একটি রোমান্টিক দৃশ্যে চুমু দিতে দেখা যায় অভিনেতাকে। তখন অমিতাভ বচ্চনের বয়স ৬৩, আর রানি মুখার্জির ২৭। দুই জনের বয়সের পার্থক্য ছিল ৩৬ বছর।
২০০৫ সালে মুক্তি পাওয়া সিনেমাটি। অমিতাভ বচ্চন ছাড়াও অভিনয় করেন রানী মুখার্জী, আয়েশা কাপুর, শেরনাজ প্যাটেল এবং ধৃতিমান চট্টোপাধ্যায়। ছবিটি পরিচালনা করেছিলেন সঞ্জয় লীলা বনশালি।
প্রসঙ্গত, এই সিনেমাটি ২০১৩ সালে ‘Benim Dunyam’ নামে তুরস্কে রিমেক করা হয়েছিল। ছবিটি পরিচালনা করেছিলেন তুর্কি পরিচালক উগুর ইউসেল। IMDb-র রিপোর্ট অনুযায়ী ছবিটি মোট ৫৭টি পুরস্কার জিতেছিল।