মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫, ঢাকা

মোদি যা করেছেন একদম ঠিক করেছেন: উর্বশী

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৭ মার্চ ২০২৫, ০৪:৫১ পিএম

শেয়ার করুন:

মোদী যা করেছেন একদম ঠিক করেছেন: উর্বশী

বলিউড সুন্দরীদের মধ্যে অন্যতম উর্বশী রাউতেলা। সিনেমায় অভিনয় দিয়ে আলো ছড়াতে না পারলেও নেতিবাচক কর্মকাণ্ডের জন্য প্রায় সংবাদের শিরোনাম তিনি। সাম্প্রতিক ‘দিবিড়ি দিবিড়ি’ গানে নাচের জন্য ব্যাপক সমালোচনার মুখে পড়েন অভিনেত্রী। এবার আলোচনায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে মন্তব্যের জেরে। 

ট্রলের জবাব দিলেন উর্বশী রাউতেলা


বিজ্ঞাপন


সম্প্রতি উত্তরাখণ্ডের হর্ষিল উপত্যকায় এক জনসভায় উপস্থিত হয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘উত্তরাখণ্ডকে ছবি শুটিংয়ের অন্যতম স্থান হিসেবে গড়ে তুলতে হবে।’ 

1737987216_urvashi-1
এই বিষয়ে সংবাদমাধ্যমকে উর্বশী বলেছেন, ‘উত্তরাখণ্ড আমার জন্মভূমি। তাই এই অঞ্চলের জন্য আমার মনে বিশেষ জায়গা রয়েছে। প্রধানমন্ত্রী যা করেছেন, একদম ঠিক করেছেন। এই রাজ্যে অসাধারণ কিছু দর্শনীয় স্থান রয়েছে। সংস্কৃতির দিক থেকেও বেশ সমৃদ্ধ। ছবির শুটিং করার জন্য আদর্শ।’

সেরা কুমারীর পুরস্কার জিতলেন উর্বশী রাউতেলা

উত্তরাখণ্ডের প্রাকৃতিক সৌন্দর্যের কথা বিশেষ ভাবে উল্লেখ করে বলেন, ’উত্তরাখণ্ডে অসংখ্য সুন্দর এলাকা রয়েছে। এখানে বরফে ঢাকা পর্বতমালা যেমন রয়েছে, তেমনই রয়েছে সবুজে ঘেরা উপত্যকা। তাই নিঃসন্দেহে বলা যায়, এই অঞ্চল ছবির শুটিংয়ের জন্য অসাধারণ। তবে আবহাওয়া খারাপ থাকলে প্রত্যন্ত অঞ্চলে যাতায়াত কঠিন হয়ে যায়।’


বিজ্ঞাপন


dhakatoday1736665826urboshi-2501110733

তিনি আরও বলেন, ‘এই অঞ্চালে দিন দিন প্রযুক্তিগত উন্নয়ন বৃদ্ধি পাচ্ছে। যার ফলে ছবির শুটিং করার উপযুক্ত হয়ে উঠছে।’

হাড় ভেঙ্গেছে উর্বশীর, ভর্তি হাসপাতালে

প্রধানমন্ত্রীর মন্তব্য উত্তরাখণ্ডকে আরও এগিয়ে নিয়ে যাবে বলে মনে করছেন উর্বশী। অভিনেত্রী মনে করেন, রাজ্যে কর্মসংস্থানও বৃদ্ধি পাবে। এখানকার কলাকুশলী ও শিল্পীর আরও বেশি কাজ পাবে।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর