বলিউড লাস্যময়ীদের মধ্যে অন্যতম ছিলেন শ্রীদেবী। তার প্রেমে পাগল ছিলেন অসংখ্যজন। প্রযোজক বনি কাপুর তো সংসার সন্তান সব ভুলে নিজেকে সঁপে দিয়েছিলেন তার আঁচলে। এদিকে পর্দায় অসংখ্যবার ছেলের অভিনয় করেও শ্রীদেবীর প্রেমে পাগল হয়েছিলেন এক দক্ষিণী সুপারস্টার।
নিশ্চয়ই প্রশ্ন জাগছে কে সেই সুপারস্টার? তিনি আর কেউ নন। দক্ষিণীদের কাছে থ্যালাইভা বলে পরিচিত রজনীকান্ত। যিনি একাধিক ছবিতে শ্রীদেবীর ছেলের ভূমিকায় ছিলেন। কিন্তু পর্দার বাইরে ছিলেন প্রণয়প্রার্থী।
একসঙ্গে কাজ করার সময়, রজনীকান্ত শ্রীদেবীর প্রেমে পড়েন। পরিচালক কে. বালাচন্দ্রনও একটি পুরনো সাক্ষাৎকারে এই বিষয়ে কথা বলেছেন। তিনি জানান যে, পর্দায় মা হলেও, রজনীকান্তের চেয়ে বয়সে অনেক ছোট ছিলেন শ্রীদেবী।
সে কারণে সেটে শ্রীদেবীর খুব যত্নও নিতেন রজনীকান্ত। শুধু তাই নয়, শ্রীদেবী এবং রজনীকান্তের মায়ের সম্পর্কও একে-অপরের সঙ্গে খুব ভালো ছিল। তবে শ্রীদেবীর প্রেমে পাগল হলেও মুখ ফুটে অভিনেত্রীকে কখনও বলেননি রজনীকান্ত।
তবে একবার মনের কথা জানানো সিদ্ধান্ত নিয়েছিলেন রজনী। এরকম দাবি করে বালাচন্দ্র জানান, প্রেমের কথা জানাতে শ্রীদেবীর বাড়িও গিয়েছিলেন অভিনেতা। কিন্তু লাস্যময়ীর বাড়িতে পা রাখার সঙ্গে সঙ্গে বাড়ির সব আলো নিভে গিয়েছিল। তাই আর প্রকাশ করেননি অনুভূতি। কুসংস্কারাচ্ছন্ন রজণী এটাকে ভালো লক্ষণ বলে মনে করেননি। তাই প্রেমের কথা না জানিয়েই ফিরে আসেন।