শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫, ঢাকা

জাহ্নবীর বাথরুমে ছিটকিনি নেই কেন

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৯ মার্চ ২০২৩, ১০:৩৪ এএম

শেয়ার করুন:

জাহ্নবীর বাথরুমে ছিটকিনি নেই কেন

বলিউডের জনপ্রিয় স্টারকিডদের মধ্যে একজন জাহ্নবী কাপুর। প্রথম নারী সুপারস্টার শ্রীদেবী এবং প্রযোজক বনি কাপুরের বড় মেয়ে তিনি। বংশের ধারা বজায় রেখে করণ জোহরের ছবি ‘ধড়ক’-এর হাত ধরে বলিউডে পা রেখেছিলেন। তারপর থেকে এই কয়েক বছরে বেশ কয়েকটি ছবিতে কাজ করে ফেলেছেন জাহ্নবী। শুধু মেয়ের অভিনয় দেখে যেতে পারলেন না মা শ্রীদেবী, এটাই আক্ষেপ রয়ে গেছে তার।

তামিলনাড়ুতে জন্ম শ্রীদেবীর। তবে দক্ষিণি অভিনেত্রী হলেও তিনি সবথেকে বেশি জনপ্রিয়তা পেয়েছিলেন বলিউডে। নিজস্ব সঞ্চয় দিয়ে জীবনের প্রথম বাংলোটা অবশ্য তিনি বানিয়েছিলেন চেন্নাইতে। ২০১৮ সালে অভিনেত্রীর মৃত্যুর পরে আবারও নতুন করে সাজিয়ে তোলা হয় বাংলোটি। একবার ওই পারিবারিক বাংলোটি অনুরাগীদের ঘুরিয়েও দেখিয়েছিলেন জাহ্নবী।


বিজ্ঞাপন


তিনি জানিয়েছিলেন, শ্রীদেবীর কেনা প্রথম বাংলো ছিল সেটা। তার ইচ্ছা ছিল, বিয়ের পর নিজে সুন্দর করে সাজিয়ে তুলবেন বাংলোটি। সারা বিশ্ব ঘুরে বিভিন্ন জায়গা থেকে আনা ঘর সাজানোর জিনিস দিয়ে সাধের বাংলো সাজিয়েছিলেন। ওই বাংলোতে শ্রীদেবীর একটি ঘর ছিল, যা এখন পেয়েছেন জাহ্নবী।

জাহ্নবী জানান, ওই ঘরের সঙ্গে অ্যাটাচড বাথরুমে এখনও কোনো ছিটকিনি লাগানো নেই। কেন? তিনি জানান, তার মা কোনো ছিটকিনি লাগাতে দেননি তার বাথরুমে। কারণ শ্রীদেবীর ভয় ছিল, জাহ্নবী হয়তো বাথরুমে গিয়ে ছেলেদের সঙ্গে কথা বলবেন। পানি লিক করার কারণে বাংলোটির কিছু কিছু অংশ নষ্ট হয়ে গিয়েছিল। তাই পরে বনি আবারও পুরোটা নতুন করে সাজান। কিন্তু জাহ্নবীর বাথরুমের ছিটকিনি এখনও লাগানো নেই।

এদিকে সামনে দক্ষিণি ছবিতে পা রাখতে চলেছেন জাহ্নবী। জুনিয়র এনটিআরের বিপরীতে ‘এনটিআর-থার্টি’ ছবির হাত ধরে সাউথে অভিষেক হতে চলেছে তার। নিজের জন্মদিনেই নতুন ছবিতে প্রথম লুক প্রকাশ্যে আনেন জাহ্নবী।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর