বছর দুয়েক আগে সাত পাকে বাঁধা পড়েছেন সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদভানি। এরইমধ্যে সংসারে খুশির ফোয়ারা তারকার দম্পতির। কেননা প্রথমবারের মতো মা-বাবা হতে চলেছেন তারা। এর আগে এক সাক্ষাৎকারে সে ইঙ্গিত দিয়েছিলেন কিয়ারা নিজেই।
বিজ্ঞাপন
এবার অন্তঃসত্ত্বা হওয়ার কারণেই ফারহান আখতারের ‘ডন ৩’তে থেকে সরে দাঁড়াচ্ছেন কিয়ারা। বলিউডের তাবড় নায়িকাদের টেক্কা দিয়ে ‘ডন ৩’ ছবিতে রণবীর সিংয়ের বিপরীতে মুখ্য চরিত্রে অভিনয়ের প্রস্তাব পেয়েছিলেন তিনি।
অভিনেত্রীর কাছের এক সূত্র জানিয়েছে, প্রেগন্যান্সির সময়টা পরিবারের সঙ্গে কাটাতে চান এই অভিনেত্রী। তার সিদ্ধান্তকে সম্মান জানিয়েছে বলিউডের একাধিক নির্মাতারা।
বিজ্ঞাপন
সম্প্রতি ভারতীয় গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে পরিচালক ফারহান আখতার জানিয়েছেন, ‘চলতি বছরের শেষের দিকেই রণবীর সিংকে নিয়ে ‘ডন ৩’র শুটিং শুরু করবেন তিনি। এখন ছবির কাস্টিং চলছে। প্রি প্রোডাকশনের কাজও চূড়ান্ত পর্যায়ে। এ সিনেমায় খলনায়কের ভূমিকায় দেখা যাবে বিক্রান্ত ম্যাসিকে।’
কিয়ারা আদভানি বর্তমানে ‘টক্সিক’ এবং ‘ওয়ার ২’ সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত। এরপরই মাতৃত্বকালীন বিরতি নিতে চাইছেন অভিনেত্রী। সবকিছু ঠিকঠাক থাকলে ২০২৬ সালে ‘ধুম ৪’ সিনেমা দিয়ে বলিউড পর্দায় ফিরবেন নায়িকা।