শনিবার, ১২ এপ্রিল, ২০২৫, ঢাকা

দুশ্চিন্তা কমাতে বাড়ির কোন স্থানে বসে থাকেন শাহরুখপত্নি?  

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৬ মার্চ ২০২৫, ১১:৩৩ এএম

শেয়ার করুন:

loading/img

সপরিবারে সাধের মান্নাত ছাড়ছেন শাহরুখ খান। এ কথা চাউর হতেই তুলনামূলকভাবে বাড়িটি নিয়ে কৌতূহল বেড়েছে অনুরাগীদের। এরইমধ্যে এলো নতুন তথ্য। কোনোকিছু নিয়ে দুঃশ্চিন্তায় পড়লে মান্নাতের বিশেষ স্থানে বসে থাকেন শাহরুখপত্নি গৌরী খান। 

ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে এক উঠে এসেছে এ তথ্য। এক সাক্ষাৎকারে গৌরী জানিয়েছিলেন, মান্নাতের কোন অংশ তার ভীষণ প্রিয়। মাথায় চিন্তা ভর করলে যেখানে নিরিবিলি বসে থাকেন গৌরি।

sk-gauri-20220203133653_20241026_122459569

তার কথায়, “যখনই কোনো বিষয় নিয়ে চিন্তায় থাকি, বাড়ির এই অংশে গিয়ে আমি বসি।” এতে করে চিন্তা কমে বলে ধারণা গৌরীর। 

এদিকে মান্নাত ছেড়ে পালি হিলের আবাসনে গিয়ে উঠছেন শাহরুখ ও তার পরিবার। তবে তা সাময়িকের জন্য। কেননা মান্নাতকে ঢেলে সাজানো হবে। বদলে যাবে ভেতরের সাজসজ্জা। সেকারণেই কয়েকদিনের জন্য মপ্রাইয় বাসভবন ছাড়ছেন শাহেনশাহ। 

sk-inner-20220203133324_20241026_122447398

বর্তমানে শাহরুখ ব্যস্ত ‘কিং’ সিনেমা নিয়ে। এতে থাকছেন কন্যা সুহানা খানও। ছবিটির মাধ্যমে বড় পর্দায় অভিষেক হচ্ছে কিংকন্যার। শুরুটা বাবার ছায়াতলে হচ্ছে বলে অনেকের ধারণা সফলতা সন্নিকটে সুহানার। 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন