মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ছোট পোশাক বদলে সালোয়ার কামিজ পরতে বাধ্য করেন সঞ্জয় দত্ত!

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৫ মার্চ ২০২৫, ০৭:০৫ পিএম

শেয়ার করুন:

ছোট পোশাক বদলে সালোয়ার কামিজ় পরতে বাধ্য করেন সঞ্জয় দত্ত!

এক সময় বলিউডের দাপুটে অভিনেত্রী আমিশা প্যাটেল। অভিনয় করেছেন বলিউডের তাবড় তারকাদের সঙ্গে। তার ঝুঁলিতে আছে অসংখ্য হিট সিনেমা। ক্যারিয়ারে উপহার দিয়েছেন ‘গদর’,’হামরাজ’,’ভুল ভুলাইয়া’র মতো জনপ্রিয় সব ছবি।

ক্যারিয়ার ধ্বংসের কারণ জানালেন আমিশা


বিজ্ঞাপন


বলিউড ইন্ডাস্ট্রিতে সঞ্জয় দত্তর সঙ্গে আমিশার খুবই ভালো সম্পর্ক। এমনকি নায়িকাকে নিয়ে খুবই রক্ষণশীল সঞ্জুবাবা। তাই অভিনেতার বাড়িতে কোনো দিন পশ্চিমা পোশাক পরে যাওয়ার অনুমতিই নেই। এমনকি নায়িকার বিয়ের দায়িত্বও কাঁধে তুলে নিয়েছেন সঞ্জয়।

আমিশা জানান, একবার সঞ্জয়ের বাড়িতে ছোট পোশাকে হাজির হন অভিনেত্রী। পছন্দ না হওয়ায় অমিশাকে আধুনিক পোশাক বদলে সালোয়ার কামিজ় পরতে বাধ্য করেন অভিনেতা।

amisha-20230704173005_20250305_190318150

সম্প্রতি এক সাক্ষাৎকারে নায়িকা বলেন, ‘সঞ্জুর সঙ্গে আমার এমনই সম্পর্ক যে আমার জন্মদিন ওর (সঞ্জয় দত্ত) বাড়িতে উদযাপন হয়। ও আমাকে নিয়ে খুবই রক্ষণশীল। ওর বাড়িতে আমার শর্টস এবং ওয়েস্টার্ন পোশাক পরে যাওয়ার অনুমতি নেই। শাড়ি বা সালোয়ার কামিজ পরে যেতে হয়।’


বিজ্ঞাপন


‘কাহো না পেয়ার হ্যায়’ ছবিতে বাদ পড়েন কারিনা, কারণ জানালেন আমিশা 

আমিশা এখনও সিঙ্গেল তাই বিয়ের দায়িত্ব নিজের কাধেঁ তুলে নিয়েছে সঞ্জয়। এ প্রসঙ্গে নায়িকা বলেন, ‘আমি (সঞ্জয় দত্ত ) তোমার বিয়ে দেব, আমি ছেলে খুঁজে দেব, আমি কন্যা দান করব।’ 

সর্বশেষ ‘গদর ২’ সিনেমায় আমিশার অভিনয় বিপুল প্রশংসা পেয়েছিল। নায়িকাকে আবারও পর্দায় দেখার অপেক্ষায় দর্শক।

ইএইচ 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর