শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

‘কাহো না পেয়ার হ্যায়’ ছবিতে বাদ পড়েন কারিনা, কারণ জানালেন আমিশা 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৫ জানুয়ারি ২০২৫, ০১:১৮ পিএম

শেয়ার করুন:

‘কাহো না পেয়ার হ্যায়’ ছবিতে বাদ পড়েন কারিনা, কারণ জানালেন আমিশা 

‘কাহো না পেয়ার হ্যায়’ছবির মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ করেন হৃতিক রোশন ও আমিশা প্যাটেল। তবে আমিশা নন, শুরুতে ছবিটিতে ভাবা হয়েছিল কারিনা কাপুরকে। কী কারণে বেবোর স্থলাভিষিক্ত হন সে জবাবও আমিশা দিলেন। 

কারিনা বাদ পড়ার পর থেকেই গুঞ্জন ছিল হৃতিকের বাবা রাকেশ রোশনের সঙ্গে ভুল বোঝাবুঝি চলছিল কারিনার মা ববিতা কাপুরের। তার-ই বলি হন কারিনা। ছবিটি ছেড়ে দিতে বলা হয় তাকে।

2c883c7513138478

সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে আমিশাও এরকমটা জানিয়েছেন। তিনি জানান, কারিনাকে ছবিটি ছেড়ে যেতে বলা হয়েছিল। রাকেশ রোশন ও ববিতা কাপুরের মধ্যকার সমস্যাই নাকি করিনার সরে যাওয়ার কারণ। তিন দিনের মধ্যেই রাকেশ করিনার শূন্যস্থান আমিশাকে দিয়ে পূর্ণ করেছিলেন।

তবে শুরুতে আমিশার ওপর ভরসা রাখতে পারছিলেন না হৃতিকের বাবা। আমিশা তার মান রাখবেন নাকি ডোবাবেন তা নিয়ে ছিলেন চিন্তিত। রাকেশ এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, তিনি ছবির জন্য খুঁজে এনেছিলেন নতুন মুখ। তবে এই নতুন মুখ তার প্রত্যাশা পূরণ করতে পারবেন কিনা তা নিয়ে খানিক চিন্তিত ছিলেন। তবে হৃতিকের সঙ্গে কাজ করার পর, রাকেশ আমিশার কাজের প্রতি আস্থাশীল হয়েছিলেন।

kareena-bg20191007181547

রাকেশ আরও জানান, শুটিং শুরুর ৩ দিন আগে আমিশাকে কাস্ট করেছিলেন তিনি। তবে অনভিজ্ঞ হওয়া সত্ত্বেও অভিনয় দিয়ে সকলের মন জয় করে নিয়েছিলেন। হৃতিক-আমিশাকে দেখে বোঝা যায়নি তারা নতুন। 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর