বুধবার, ১৯ মার্চ, ২০২৫, ঢাকা

‘জাওয়ানের’ পরিচালকের সঙ্গে সালমানের সিনেমা বন্ধ

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৫ মার্চ ২০২৫, ০৫:৪৪ পিএম

শেয়ার করুন:

‘জাওয়ানের’ পরিচালকের সঙ্গে সালমানের সিনেমা বন্ধ

বলিউডের দুই সুপারস্টার শাহরুখ খান এবং সালমান খানকে একফ্রেমে দেখা গিয়েছিল অ্যাটলি পরিচালিত ‘জওয়ান’ ছবিতে। তারপর থেকেই শোনা যাচ্ছিল, ‘জাওয়ান’ পরিচালক এবার সিনেমা বানাচ্ছেন সালমানকে নিয়ে। মন খারাপ করা খবর হচ্ছে, আপাতত বন্ধ হয়ে গেল ছবিটির কাজ। 

বলিউডের একাধিক সূত্র জানিয়েছে, এ ছবির শুটিং বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন পরিচালক। কিন্তু কী কারণে স্থগিত হলো?


বিজ্ঞাপন


প্রাণনাশের হুমকি মাথায় নিয়ে বাবার জন্য যা করলেন সালমান 

ওই সূত্র জানিয়েছে, সালমানের বাবার চরিত্রে অভিনয়ের জন্য রজনীকান্তকে প্রস্তাব করা হয়েছিল। কিন্তু তার ঝুলিতে রয়েছে একগুচ্ছ ছবি। ২০২৬ সাল পর্যন্ত সিডিউল ফাকা নেই দক্ষিণী সুপারস্টার। তাই নতুন ছবির শুটিং নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।  

salman-


বিজ্ঞাপন


মেগা বাজেটের সিনেমাটি চিত্রনাট্যে লেখা হয়েছে পুনর্জন্মের প্রেক্ষাপটে। পরিচালক অ্যাটলি জানিয়েছে, ‘এর আগে সলমন খানকে এমন পিরিয়ডিক গল্পে পর্দায় দেখেননি দর্শকরা। এ সিনেমাতে থাকবে কাল্পনিক জগতের আঁধারে রুদ্ধশ্বাস সব দৃশ্য।’

বিমানবন্দর থেকে ধাওয়া করা হয়েছিল সালমানকে


   
পরিচালনাক আরও বলেন, ‘যোদ্ধার অবতারে চমক দিতে দেখা যাবে ভাইজানকে। অতীত-বর্তমান মিলিয়ে লেখা সিরনেমার গল্প। এখন চিত্রনাট্যের শেষ মুহূর্তে কাজ চলছে।’
   
তিনি যোগ করেন, ২০২৫ সালের শুরু থেকে শুটিং হওয়ার কথা ছিল। কিন্তু বর্তমান পরিস্থিতির কবে শুরু হবে তা বলা জানান এই পারিচালক।

ইএইচ 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর