রোববার, ১৬ মার্চ, ২০২৫, ঢাকা

মৃত বাবাকে স্মরণ করে আবেগঘন পোস্ট তানজিন তিশার

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৫ মার্চ ২০২৫, ০২:৫১ পিএম

শেয়ার করুন:

মৃত বাবাকে স্মরণ করে আবেগঘন পোস্টে তানজিন তিশার

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী ও মডেল তানজিন তিশা ক্যারিয়ার শুরু করেন ফ্যাশন শুট ও র‍্যাম্প মডেলিংয়ের মাধ্যমে। অভিনয় জীবনে উপহার দিয়েছেন জনপ্রিয় অনেক নাটকে। ক্যারিয়ার যখন জনপ্রিয়তার তুঙ্গে তখন বাবার মৃত্যুতে একা হয়ে পড়েন নায়িকা।

মৃত বাবাকে স্মরণ করে এক আবেগঘন পোস্টে তিনি লিখেছেন, ‘তোমার বাবুকে অনুভব করতে পারো আব্বু!’


বিজ্ঞাপন


‘ব্ল্যাক মানি’র সঙ্গে সম্পৃক্ততা, রাখঢাক তানজিন তিশার!

বুধবার (৫’ই মার্চা) নিজের ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, ‘মৃত্যুর পর নাকি মানুষ প্রিয় মানুষদের উপস্থিতি অনুভব করতে পারে, তুমি কি তোমার বাবুকে অনুভব করতে পারো আব্বু!’
c61cb082511e578751d5d3438c79e805-6555cb20a5c77  


তার এই পোস্টের মন্তব্যের ঘরে সমবেদনা জানিয়েছেন নায়কার অনুরাগীরা। তিশার পোস্টে এক ভক্ত লিখেছেন, ‘যার বাবা নাই তার কতটা আক্ষেপ, তা শুধু সেই বোঝে। বাবা বলে ডাকতে না পারা কতটা কষ্টের।’

অন্য এক নেটিজেন লিখেন, ‘আমার আব্বুও আমাকে বাবু বলে ডাকে। আল্লাহ্ আপনার বাবাকে জান্নাতুল ফেরদৌস দান করুক এবং সকল বাবাকে সুস্থ রাখুক এবং দীর্ঘায়ু দান করুক।’


বিজ্ঞাপন


মাদক কাণ্ডে জড়িত তানজিন তিশা-টয়া-সাফা

বলে রাখা ভালো, ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী ও মডেল তানজিন তিশার বাবা আবুল কাশেম মুন্সি ২০২২ সালের ১২ ফেব্রুয়ারি রাজধানীর কাকরাইলের ইসলামিয়া সেন্ট্রাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

ইএইচ 

 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর