মাস দুয়েক আগে রায়হান রাফী জানিয়েছিলেন ‘ব্ল্যাক মানি’ নামের নেকটি ওয়েব সিরিজ বানাবেন তিনি। সিরিজটি আসবে বঙ্গ থেকে। এবার জানা গেল ‘ব্ল্যাকমানি’তে থাকছেন জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। এরইমধ্যে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। সংবাদমাধ্যমকে বঙ্গের একটি ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে বিষয়টি।
তবে ‘ব্ল্যাক মানি’তে তিশার সম্পৃক্ততা নিয়ে রাখঢাক বজায় রাখা হচ্ছে। বঙ্গের প্রধান কনটেন্ট অফিসার মুশফিকুর রহমান মঞ্জুর বলেন, ‘ব্ল্যাক মানি’ শুটিং শুরু হবে। আমরা অফিসিয়ালি সবকিছু জানাব। তবে আপাতত শিল্পীর নাম বলতে চাচ্ছি না।
তানজিন তিশার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি খোলাসা করলেন না। অনেকটা এড়িয়ে যাওয়ার মতো করে ঢাকা মেইলকে বলেন, ‘এ বিষয়ে পরে কথা বলতে চাচ্ছি। বিষয়টি নিয়ে আমি নিজেও জানি না। জেনে তারপর জানাব।’
ক্ষুদেবার্তার মাধ্যমে রায়হান রাফী বলেন, এখনও এমন কিছু লক হয় নাই। হলে জানাব।
এর আগে সিরিজটি নিয়ে রাফী বলেছিলেন, ‘‘ব্ল্যাক মানি’ দিয়ে বঙ্গর সাথে আমার প্রথম কাজ হচ্ছে। সাধারণত আমি যে ধরনের গল্প পর্দায় বলার চেষ্টা করি, এটি তা থেকে অনেকটাই ভিন্ন। বঙ্গর সাথে এ রকম একটা প্রজেক্টে কাজ করতে পেরে আমি অনেক আনন্দিত।’’
জানা গেছে, আগামী মাসের শুরুতে শুটিং শুরু হবে ‘ব্ল্যাক মানি’র। এতে মূখ্য চরিত্রে দেখা যাবে তানজিন তিশাকে। শিগগিরই তিশার সঙ্গে বাকি শিল্পীদেরও নাম জানানো হবে।