ক্রিকেট মহারাজ বলে খ্যাত সৌরভ গাঙ্গুলীর ব্যস্ততা এখন বিনোদন অঙ্গনে। আজ রিয়েলিটি শো করছেন তো কাল হচ্ছেন বিজ্ঞাপনের মুখ। এবার একটি মন খারাপ করা সংবাদ। শুটিংয়ে অল্পের জন্য বেঁচে গেলেন সৌরভ।
ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, বর্ধমানে একটি বিজ্ঞাপনের শুটিং করতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়েছেন সৌরভ। বসিরহাটের বিনোদিনী স্টুডিওতে চলছিল কাজ। সেখানেই ঘটে দুর্ঘটনা।
নামপ্রকাশে অনিচ্ছুক এক প্রত্যক্ষদর্শীরজানান, ‘দাদা’ শুটিং করতে ক্যামেরার মুখোমুখি। সামনে রাখা ছিল জেনারেটর। শুটিংয়ের প্রয়োজনেই সেটি চলছিল। আচমকা সেখান থেকে জোরে শব্দ হতে শুরু করে। দেখা দেয় আগুনের ফুলকিও। তড়িঘড়ি করে সকলের আগে শুটিংস্থল থেকে সরিয়ে নেওয়া হয় সৌরভকে।
ধারণা করা হচ্ছে যান্ত্রিক ত্রুটির কারণে দুর্ঘটনাটি ঘটেছে। তবে গাঙ্গুলীর কোনো ক্ষতি হয়নি। যদিও সংবাদমাধ্যমকে এ নিয়ে বিস্তারিত কিছু বলেননি ক্রিকেটার। শুধু জানিয়েছেন অল্পের জন্য বেঁচে গেছেন।
এদিকে চলছে রিলে সৌরভের আত্মজীবনী তুলে ধরার কাজ। এ বায়োপিকে ‘দাদা’র চরিত্রে দেখা যাবে রাজকুমার রাওকে। নিজের ২৮ তম বিবাহবার্ষিকীর দিন জানিয়েছেন সৌরভ।