রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

এবার পুরুষ বেশে আসছেন সৌরভ গাঙ্গুলীর স্ত্রী 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৯ জানুয়ারি ২০২৪, ১২:২৯ পিএম

শেয়ার করুন:

এবার পুরুষ বেশে আসছেন সৌরভ গাঙ্গুলীর স্ত্রী 

ভারতীয় ক্রিকেট কিংবদন্তি সৌরভ গাঙ্গুলীর স্ত্রী হয়েও নিজের পরিচয়ে পরিচিত ডোনা গাঙ্গুলী। ধ্রুপদী নৃত্যের জগতে তার নামটি অন্যতম। নেচে সুনাম কুড়িয়েছেন পৃথিবীর বিভিন্ন প্রান্তে। এবার তিনি আসছেন এক নতুন চমক নিয়ে। পুরুষ বেশে দেখা যাবে সৌরভ ঘরণীকে। 

ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, আগামী ২১-২২ জানুয়ারি অর্থাৎ আগামী রবি ও সোমবার জিডি বিড়লা সভাঘর এবং রবীন্দ্রসদনে তাসের দেশ পরিবেশিত হবে। রবীন্দ্রনাথ ঠাকুরের ‘তাসের দেশ’ মঞ্চে উপস্থাপন করতে চলেছে ডোনা গঙ্গোপাধ্যায়ের নাচের দল দীক্ষামঞ্জরী। এই নৃত্যনাট্যে পুরুষ বেশে মঞ্চে দেখা মিলবে ডোনার। 


বিজ্ঞাপন


আরও পড়ুন: বায়োপিকে কে থাকছেন সৌরভের চরিত্রে?

তাসের দেশে রাজপুত্রের ভূমিকায় অভিনয় করবেন তিনি। এর আগে কখনও পুরুষ চরিত্রে অভিনয় করেননি সৌরভ ঘরণী। ডোনার পাশে সওদাগর পুত্রের ভূমিকায় দেখা যাবে রঘুনাথ দাসকে। 

আরও পড়ুন: সৌরভের বায়োপিক থেকে বাদ পড়লেন রজনীকান্তের কন্যা

অনুষ্ঠানের সংগীতের দায়িত্ব সামলাচ্ছেন আনন্দ গুপ্ত। আপতত জোর কদমে চর্চা চলছে। এমনিতে ডোনা বেশ কড়া শিক্ষিকা। নিজের মুখেই বলেছেন ছড়ি হাতেও মাঝেমধ্যে নাচ শেখান তিনি। মহড়ার সময় অনুষ্ঠানের গোটা ব্যবস্থাপনা খুঁটিয়ে দেখছেন ডোনা।


বিজ্ঞাপন


এদিকে শিগগিরই শুরু  হতে চলেছে সৌরভের বায়োপিকের শুটিং। এরইমধ্যে সম্পন্ন হয়েছে চিত্রনাট্যের কাজ। ছবিতে সৌরভের থাকবেন আয়ুষ্মান খুরানা। ছবিটি পরিচালনা করবেন বিক্রমাদিত্য মোটওয়ানে।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর