বুধবার, ১৯ মার্চ, ২০২৫, ঢাকা

শাকিব-যিশুর বন্ডিং দারুণ হয়েছে, বললেন ‘বরবাদে’র পরিচালক 

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০৪ মার্চ ২০২৫, ০৬:৫৩ পিএম

শেয়ার করুন:

শাকিব-যিশুর বন্ডিং দারুণ হয়েছে, বললেন ‘বরবাদে’র পরিচালক 

ঈদে মুক্তিপ্রতিক্ষীত ‘বরবাদ’ সিনেমার টিজার দিয়ে দেশ নেড়েচেড়ে দিয়েছেন শাকিব খান। টলিউড অভিনেতা যিশু সেনগুপ্তকে নিয়ে কেটেছে শাকিবিয়ানদের কৌতূহল। এক ঝলক দেখা গেছে তাকে। 

যিশুর সঙ্গে কাজে অভিজ্ঞতা কেমন ছিল জানতে চাইলে ‘বরবাদের পরিচালক মেহেদী হাসান হৃদয় বলেন, ‘যিশুদার সঙ্গে কাজের অভিজ্ঞতা অসম্ভব ভালো। একটা মানুষ যে এত ভালো হতে পারে আমার ধারণার বাইরে ছিল। আর তিনি অভিনেতা হিসেবে কেমন সেটা তো সবাই জানি। আমার যে এক্সপেক্টেশন ছিল সেটা তিনি পূরণ করেছেন। আশা করি টিজারে তাকে এক ঝলক দেখেই বুঝতে পেরেছেন। কয়েক সেকেন্ডে সবকিছু নিজের করে নিয়েছেন।’


বিজ্ঞাপন


একসঙ্গে কাজ করতে গিয়ে ঢালিউড সুপারস্টারের সঙ্গে হয়ে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয়েছে যিশুর। এরকম উল্লেখ করে নির্মাতা বলেন, ‘শুটিং করতে গিয়ে দুজনের বন্ডিং দারুণ হয়েছে। বন্ধুত্বটা এত ভালো হয়েছে যে চিন্তা করতে পারবেন না। শটের পরে আড্ডা দিয়েছেন, কথা বলেছেন।’ 

এদিকে যিশুকে দেখে অনেকেই ভাবছেন কিং খানের সঙ্গে টক্কর হবে তার। তবে পরিচালক রহস্য জমিয়ে রাখলেন। তার ভাষ্য, ‘দুজনের মধ্যে কতটুকু টক্কর হবে সেটা পর্দায় দেখতে পাবেন। এখনই বলতে চাইছি না। তবে এতটুকু বলব যে ভালো কিছু পাবেন দর্শক।’ 

‘বরবাদে’র মাধ্যমে শাকিবের সঙ্গে ফের জুটি বেঁধেছেন পশ্চিমবঙ্গের ইধিকা পাল। ছবিটিতে মারকাটারি অংশের দায়িত্ব দেওয়া হয়েছিল মুম্বাইয়ের অ্যাকশন ডিরেক্টর রবি বর্মাকে। কোমর দুলুনির জন্য নির্ভর করা হয়েছিল বি-টাউনের ড্যান্স কোরিওগ্রাফার আদিল শেখের ওপর। গানে প্রীতমসহ আছেন বলিউডের শিল্পীরা।


বিজ্ঞাপন


ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর