শনিবার, ১৫ মার্চ, ২০২৫, ঢাকা

মধ্যরাতে বেনারসে প্রীতি, ‘ভিআইপি’ সুবিধা না পাওয়া নিয়ে যা বললেন

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৪ মার্চ ২০২৫, ১২:৪৮ পিএম

শেয়ার করুন:

মধ্যরাতে বেনারসিতে প্রীতি ‘ভিআইপি’ সুবিধা না পাওয়া নিয়ে যা বললেন

রূপালী পর্দার মিষ্টি ডিম্পল গার্ল প্রীতি জিনতা অভিনয়ে মন কেড়েছেন ভক্ত অনুরাগীদের। অভিনয়ের পাশাপাশি ক্রীড়াজ্ঞানে সমান জনপ্রিয় তিনি। নিয়মিত ধর্মীয় অনুশাসন মেনে চলেন এ নায়কা। সাম্প্রতিক বেনারসের কাশী বিশ্বনাথ মন্দির দর্শনে গিয়েছিলন তিনি। ‘ভিএইপি’ সুবিধা না থাকলেও মা’কে নিয়ে ঘুরতে পেরে উচ্ছ্বসিত প্রীতি।    

বিজেপির সুবিধা নিয়ে মোটা অংকের ঋণ মওকুফ, যা বললেন প্রীতি জিনতা


বিজ্ঞাপন



মন্দির দর্শনের একটি ভিডিও শেয়ার করে প্রীতি জিনতা লিখেছেন, ‘ভিড়ের মাঝেই মায়ের সঙ্গে রিকশায় করে ঘুরেছি। ধর্মীয় স্থানে ‘ভিআইপি’ প্রোটোকল নিয়ে গত কয়েক দিন তুমুল সমালোচনা হচ্ছে। তাই  ‘ভিআইপি’ প্রোটোকল ছাড়াই ঘুরতে হয়েছেন। মায়ের ইচ্ছাতেই বেনারস ঘুরতে গেছেন বলে জানান তিনি।’

priti
মন্দির দর্শনের অভিজ্ঞতা নিয়ে প্রীতি লিখেছেন, ‘অতিরিক্ত ভিড়ের জন্য গাড়ি চলাচল বন্ধ ছিল। ভক্তরা যাতে পায়ে হেঁটে কাশী বিশ্বনাথ মন্দিরে পূজা দিতে যায়, তাই এই ব্যবস্থা করা। গাড়ি, অটো রিকশা সব কিছুতেই ঘুরেছি। তারপর ভিড় ঢেলে মন্দিরে পূজা দিয়েছি।’ 

বাংলাদেশে আন্দোলন পরবর্তী সহিংসতা, যা বলছেন প্রীতি জিনতা 

মন্দির দর্শনের অভিজ্ঞাতা নিয়ে তিনি আরও বলেন, ‘আমার চোখে খারাপ কিছুই পড়েনি। পায়ে হেঁটে মন্দিরে পৌছাতে সময় লাগলেও অসুবিধা হয়নি। ঈশ্বরের ওপর বিশ্বাসের জোরে আমরা পেরেছি।’


বিজ্ঞাপন


prity-zinta_1
মাকে খুশি করতে পেরে প্রীতি বলেন, ‘মন্দির দর্শন করে মা খুব খুশি হয়েছে। মায়ের মুখে হাসি দেখে নিজেও আনন্দিত। বাবা-মাকে খুশি রাখাই জীবনের সবচেয়ে বড় কাজ বলে মনে করেন অভিনেত্রী।’

১৫৬ কোটি টাকা নিয়ে নিলামে প্রীতি জিনতা, পরামর্শ চাইলেন দল সাজাতে


সবশেষে এই অভিনেত্রী লিখেছেন, আমরা যখন মন্দিরে পৌছায় তখন মধ্যরাত হয়ে যায়। কয়েক সেকেন্ড আরতি দেখার সৌভাগ্য হয়েছে। বেশি সময় দেখতে পারিনি কারণ ‘ভিআইপি’ সুবিধা ছিল না।

ইএইচ 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর