শনিবার, ১৫ মার্চ, ২০২৫, ঢাকা

ডিপফেকের শিকার বিদ্যা বালান

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০২ মার্চ ২০২৫, ১২:২২ পিএম

শেয়ার করুন:

ডিপফেকের শিকার বিদ্যা বালান

দক্ষিণী সিনেমার নায়িকা রাশমিকা মান্দানার ডিপফেক ভিডিও ছড়িয়ে পড়ার পর ‘ট্রেন্ড’ শুরু হয়েছিল আপত্তিকর ভিডিও ফাঁসের। অন্য এক নারীর ভিডিওতে বসানো হয়েছিল তার মুখ। অন্তর্জালে মুহূর্তেই ভাইরাল হয়ছিল সেই ভিডিও। এ তারকার পর ডিপফেক ভিডিও ভাইরাল হয় কাজল, আলিয়া ভাটসহ অনেকের। এবার ডিপফেক ভিডিওর শিকার বলিউডের জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা বালান।

আরও পড়ুন: রাতে ছিনতাইকারীর কবলে অভিনেতা হারুন রশিদ, খোয়ালেন টাকা


বিজ্ঞাপন


ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যায় বিদ্যার একটি কৃত্রিম বুদ্ধিমত্তা সংস্করণ সোফায় বসে দর্শকদের বলছেন, "হে, ম্যায় হুঁ আপ ছাবকি ফেভারিট বিদ্যা বালান..."। ওই ভিডিওর ওপর 'স্ক্যাম অ্যালার্ট' দিয়ে নিজের ভেরিফাই ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে শেয়ার দিয়েছেন।  

vidya-balan_3
এরপর ডিপফেকের ভিডিও বিষয় মুখ খুলেছেন বিদ্যা। তিনি জানিয়েছেন ভাইরাল হওয়া ভিডিওগুলো কৃত্তিম বুদ্ধিমত্তা তথা এআইয়ের সাহায্যে তৈরি। নেটিজেনদের উদ্দেশ্যে তিনি লিখেছেন,'বিভ্রান্তিকর কনটেন্ট শেয়ার করার আগে তথ্য যাচাই এবং সর্তক থাকার আহ্বান জানাচ্ছি। ‘ 

আরও পড়ুন: মুখের ঝগড়ার সমাপ্তি, এখন থেকে হাতাহাতি হবে: নিশো

ওই পোস্টে তিনি বলেন, "সম্প্রতি সোশ্যাল মিডিয়া এবং হোয়াটসঅ্যাপে আমার একাধিক ভিডিও ভাইরাল হয়েছে। আমি স্পষ্ট করে বলছি যে ভিডিওগুলো ভাইরাল হয়েছে তা সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা দ্বারা তৈরি। এই ধরণের ভিডিও তৈরি বা প্রচারের আমার কোনও সম্পৃক্ততা নেই। " 


বিজ্ঞাপন


vidya-balan_2

তিনি আরও বলেন, " ভিডিওগুলোতে যে দাবি করা হচ্ছে, তা আমার নিজস্ব মতামত না। এই ধরণের দাবি আমার পেশাদারিত্বের যায় না। সকলকে তথ্য শেয়ার করার আগে যাচাই করার এবং বিভ্রান্তিকর কন্টেন্ট শেয়ার করার আগে সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি ।"


সর্বশেষ ‘ভুলভুলাইয়া ৩’ সিনেমায় দেখা গিয়েছিল বিদ্যাকে। তিনি ছাড়াও এই ছবিতে অভিনয় করেছেন কার্তিক আরিয়ান,তৃপ্তি ডিমরি, বিজয় রাজ, রাজেশ শর্মা, রাজপাল যাদব, সঞ্জয় মিশ্র এবং মাধুরী দীক্ষিত। 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর