মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫, ঢাকা

রণবীরের মায়ের ক্লিনিক ভাঙচুর! 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ০২:৫১ পিএম

শেয়ার করুন:

loading/img

বাবা-মায়ের যৌনতা নিয়ে মন্তব্য করে বিপাকে ভারতীয় ইউটিউবার রণবীর এলাহাবাদিয়া। নেটিজেনরা ধুয়ে দিয়েছেন সমালোচনা করে। পেয়েছেন প্রাণনাশের হুমকি। এবার সেই ক্ষোভের আগুনের তাপ সইতে হলো রণবীরের মায়ের ক্লিনিকের। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

সামাজিক মাধ্যমে বিষয়টি নিজেই জানিয়েছেন রণবীর। তিনি লিখেছেন, “একের পর এক খুনের হুমকি পাচ্ছি। শুধু আমি নই লোকজন আমার পরিবারের পেছনেও উঠেপড়ে লেগেছে! খুনের হুমকি দেওয়া হচ্ছে আমার পরিবারের সদস্যদেরও। এমনকী রোগীর ছদ্মবেশে আমার মায়ের ক্লিনিকে ঢুকে হামলা করেছে কিছু লোক। আমি ভীষণ ভয়ে রয়েছি এবং কী করব বুঝতে পারছি না।”


বিজ্ঞাপন


এরপর লিখেছেন, “‘ইন্ডিয়াজ গট ল্যাটেন্ট’ শোয়ে ওই মন্তব্য করা আমার সত্যিই ভুল হয়েছে। বাবা-মা সম্পর্কে আমার মন্তব্য অত্যন্ত অসংবেদনশীল এবং অসম্মানজনক ছিল, আমি মানছি। নৈতিক দায়িত্বের কথা আমার মাথায় রাখা উচিত ছিল। এবং আরও ভালোভাবে তা পালন করা। আমি আন্তরিকভাবে দুঃখিত ওই মন্তব্যের জন্য। কিন্তু আমি পালিয়ে যাচ্ছি না, বলুন!” 

ওই অনুষ্ঠানে রণবীর মন্তব্য করেছিলেন, “বাবা-মাকে সঙ্গম করতে দেখবে, না কি নিজেও এক বার যোগ দিয়ে তাদের সঙ্গম স্থায়ীভাবে বন্ধ করতে উদ্যোত হবে?” তারপর থেকেই জ্বলছে ক্ষোভের আগুন। 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


News Hub