মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫, ঢাকা

ওকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না, রণবীরকে হুমকি 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ০১:২৬ পিএম

শেয়ার করুন:

loading/img

বিতর্কিত মন্তব্য করে সমালোচনার কেন্দ্রবিন্দুতে ভারতীয় ইউটিউবার রণবীর ইলাহাবাদিয়া। দেশটির বিনোদন অঙ্গনের অনেকে নাখোশ তার ওপর। ‘মহাভারত’খ্যাত অভিনেতা সৌরভ গুরজার তো রেগে আগুন। প্রাণনাশের হুমকি দিয়েছেন।

ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি ‘ইন্ডিয়া’জ় গট ল্যাটেন্ট’ অনুষ্ঠানে গিয়ে একটি মন্তব্যের কারণে বিতর্কে জড়িয়েছেন রণবীর। রণবীর সেই অনুষ্ঠানে মন্তব্য করেছিলেন, “বাবা-মাকে সঙ্গম করতে দেখবে, না কি নিজেও এক বার যোগ দিয়ে তাদের সঙ্গম স্থায়ীভাবে বন্ধ করতে উদ্যোত হবে?” 


বিজ্ঞাপন


তাতেই চটেছেন অভিনেতা। রেগেআগুন হয়ে বলেছেন, “আমি সরকারের কাছে অনুরোধ করব ওর বিরুদ্ধে ক়ড়া পদক্ষেপ করার জন্য। আমি এই মুহূর্তে খুব রেগে আছি। খারাপ কথা বলতে চাই না। ওর সঙ্গে আমার কখনও দেখা হয়ে গেলে, আমার হাত থেকে ওকে কেউ বাঁচাতে পারবে না।”

সৌরভ ক্ষোভ প্রকাশ করে আরও বলেছেন, “ওই অনুষ্ঠানে ও (রণবীর) যা বলেছে, তার জন্য আমি কোনোভাবেই ওকে ক্ষমা করতে পারব না। ওর বিরুদ্ধে আমরা সবাই মিলে সঠিক পদক্ষেপ না করলে, অন্যেরাও ওর মতো মন্তব্য করা শুরু করবে। ওর মতো লোকজন আজকাল সব সীমা ছাড়িয়ে যাচ্ছে। এই ধরনের মন্তব্য করে আমাদের সমাজ ও ধর্মকে যারা কালিমালিপ্ত করার চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে আমাদের আইনি পদক্ষেপ করা উচিত। পরবর্তী প্রজন্মকে বাঁচানোর জন্য এটা আমাদের করতেই হবে।”

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


News Hub