বলিউড তারকাদের বাড়ি নিয়েও অনুরাগীদের রয়েছে বিশেষ আগ্রহ। শাহরুখ খানের মান্নাত কিংবা অমিতাভ বচ্চনের জলসা নিয়ে মাতামাতিই তার প্রমাণ। মান্নাত ২০০ কোটি এবং জলসার মূল্য ১০০ কোটি। কিন্তু জানেন কি আগ্রহের তালিকায় বাড়িগুলো প্রথম দিকে থাকলেও সবচেয়ে দামি বাড়ি বি-টাউনের কোন তারকার?
ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে। বলিউডের তারকাদের মধ্যে সবচেয়ে দামি বাড়িটি সাইফ আলী খানের পাতৌদি প্যালেস। যার দাম নাকি ৮০০ কোটি রুপি।

নবাব বাড়ি বলে পরিচিত পাতৌদি প্যালেস হরিয়ানার একেবারে প্রান্তে গুরুগ্রামে অবস্থিত। এটি বানিয়েছিলেন সাইফের দাদা ভারতের প্রাক্তন ক্রিকেটার নবাব ইফতিখার আলি খান। উত্তরাধিকার সূত্রে বর্তমানে এই প্যালেস সইফ ও তার পরিবারের।
দাম শুনেই বোঝা যাচ্ছে বাড়িটির ধারেকাছে নেই মান্নাত কিংবা জলসা। আলোচনায়ও কম যায় না। শাহরুখ-বচ্চনের বাড়ির নামের সঙ্গে উন্মাদনা মিশে থাকলেও সাইফের বাড়িটির সঙ্গে মিশে আছে ভারতের ঐতিহ্য। ওই জায়গা থেকে বিশেষ চোখে দেখা হয় প্যালেসটিকে।

এদিকে কদিন আগে নিজ বাড়িতে ছুরিকাঘাতে আহত হন সাইফ। বেশ কয়েকদিন হাসপাতালে কাটাতে হয় এজন্য। বর্তমানে তিনি আছেন বান্দ্রার ‘ফরচুন হাইটস’। নিরাপত্তার চাদরে ঢেকে রাখা হয়েছে বাড়িটি।

