গেল ১৫ জানুয়ারি দিবাগত রাত ২টার দিকে বলিউড তারকা সাইফ আলী খানের ঘরে ঢুকে তার ওপর হামলে পড়ে দুষ্কৃতিকারী। ধারালো ছুরির ছয় কোপে গুরুতর আহত হন ছোট নবাব। তৎক্ষণাৎ তাকে নেওয়া হয় হাসপাতালে। পাঁচ দিন পর ছুটি মেলে অভিনেতার। হাসপাতাল থেকে বাড়ি ফেরার দৃশ্য হয় ভাইরাল।
বিপত্তি বাঁধে সেখানেই। পাঁচ দিনের ব্যবধানে গুরুতর আহত সাইফকে দিব্যি চাঙা রূপ দেখে সন্দেহ জেঁকে বসে অনেকের মনে। কেউ কেউ তা প্রকাশও করেন। অপারেশনের পাঁচ দিনে কীভাবে সুস্থ হলেন সাইফ— সে জবাব এবার দিলেন তার বোন সাবা আলী খান।
বিজ্ঞাপন
সাবা সম্প্রতি ভাইয়ের দ্রুত সুস্থতার কারণ জানিয়ে একটি পোস্ট করেছেন সামাজিক মাধ্যমে। সেখানে লিখেছেন, নিজেদের দয়া করে শিক্ষিত করুন। কার্ডিওলজিস্ট ডক্টর দীপক কৃষ্ণমূর্তি নিজে জানিয়েছেন অপারেশনের পর পাঁচ দিনের মধ্যে মানুষ সুস্থ হয়ে দাঁড়াতে পারে। শুধু তাই নয়, বাইপাস সার্জারির চতুর্থ দিনের মধ্যেই সিঁড়ি দিয়ে ওঠানামা করতে পারে রোগী।
পূজা ভাটও কথা বলেছেন সাইফ প্রসঙ্গে। তিনি লিখেছেন, মানুষের মধ্যে সাইফের অসুস্থতা নিয়ে একটি ধারণা তৈরি হয়েছিল। স্বাভাবিকভাবেই যখন সুস্থ হয়ে তিনি নিজের পায়ে হেঁটে হাসপাতাল থেকে বেরিয়ে এসেছেন তখন সেই ধারণা একেবারে ভেঙে যায় মানুষের।
এরপর লেখেন, সকলে দেখল সাইফ নিজের পায়ে হেঁটে হাসপাতাল থেকে বেরিয়ে এলেন, কিন্তু কেউ বুঝল না তিনি অত বড় আঘাত সহ্য করেও নিজের পায়ে হেঁটেই হাসপাতালে গিয়েছিলেন। ওর মধ্যে যে সাহস রয়েছে তা অনেকের মধ্যে থাকে না। সকলের উচিত ওকে সন্দেহ না করে সাধুবাদ জানানো। এত মনের জোর সকলের মধ্যে থাকে না।
এদিকে হামলার পর থেকে বেশ সচেতন সাইফ। পরিবার নিয়ে বিন্দুমাত্র ঝুঁকি নিতে চাচ্ছেন না। নিজের ও পরিবারের নিরাপত্তার জন্য তাই নিয়েছেন বড় সিদ্ধান্ত। নিজের বাংলোর বারান্দাটা ঘিরে ফেলেছেন। ফটোশিকারিদের কাছেও অনুরোধ করেছেন সন্তানদের ছবি তোলা থেকে বিরত থাকতে।

