ভারতের অভিজাত এলাকাগুলোর মধ্যে অন্যতম মুম্বাইয়ের জুহু। বলিউডের ডাকসাইটে সব তারকাদের বাস। তবে সেখানে জায়গা মেলেনি সাইফ আলী খানের। অন্য ধর্মের হওয়ায় জুহুতে বাড়ির জমি পাননি ছোট নবাব। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।
পুরনো এক সাক্ষাৎকারে বিষয়টি নিয়ে কথা বলেছিলেন সাইফ। তাকে প্রশ্ন করা হয়েছিল, বিদেশে কখনও তিনি ধর্মান্ধতার শিকার হয়েছিলেন? অভিনেতা বলেন, “আমেরিকাসহ বিদেশের নানা অঞ্চলে ভ্রমণ করেছি। কোথাও ধর্ম নিয়ে আমাকে কিছু বলা হয়নি। ব্যতিক্রম নিজের দেশ! মুম্বাই আমার ধর্ম নিয়ে প্রশ্ন তুলেছিল।”
বিজ্ঞাপন
ধর্ম নিয়ে প্রশ্নের উত্তর দিতে গিয়েই তিনি জুহুতে বাড়ি না পাওয়ার ঘটনা প্রকাশ্যে আনেন। বলেন, “জুহুতে বাড়ি কিনব ঠিক করেছি। নানা জায়গায় সন্ধান চালাচ্ছি। তখনই সাফ বলা হয়েছিল, আমি ভিন্ন সম্প্রদায়ের । তাই জুহুতে বাড়ি পাব না। আমায় কেউ বাড়ি দেবেন না!”
ছুরিকাঘাতে আহত হয়ে দিন কয়েক হাসপাতালে ছিলেন সাইফ। ছুটি মেলার পর উঠেছেন ‘ফরচুন হাইটসে’। তার নিরাপত্তার দায়িত্ব নিয়েছে কেডি পাঠক খ্যাত রনিত রায়ের সিকিউরিটি এজেন্সি।

