নতুন করে লেখা হতে পারে সৌদি আরবের জাতীয় সংগীত। সেটি রচনা করবেন অস্কারজয়ী মার্কিন সুরকার হ্যান্স জিমার, যিনি ‘ইনসেপশন’, ‘দ্য পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান’, ‘ইন্টারস্টেলার’, ‘গ্ল্যাডিয়েটর’, ‘ডার্ক নাইট’ ও ‘ডানকার্ক’র মতো বিখ্যাত চলচ্চিত্রের জন্য সংগীত করেছেন। এরকম তথ্য উঠে এসেছে দেশটির সংবাদমাধ্যমের প্রতিবেদনে।
হ্যান্স জিমারের সঙ্গে বৈঠক করেছেন দেশটির জেনারেল এন্টারটেইনমেন্ট অথরিটি প্রধান তুর্কি আল-শেখ। এ সময় জাতীয় সংগীত নতুন করে তৈরির প্রকল্প নিয়ে কথা হয় তাদের মধ্যে।
বিজ্ঞাপন
জানা গেছে এরইমধ্যে সম্ভব্য জাতীয় সংগীত ঠিক করা হয়েছে। ‘আরাবিয়া’ নামের সে জাতীয় সংগীত নিয়ে আলোচনা হয়েছে দুজনের মধ্যে। এছাড়া কনসার্ট নিয়েও হয়েছে আলোচনা।
সৌদি আরবের বর্তমান জাতীয় সংগীত ‘দ্য চ্যান্ট অব দ্য সৌদি নেশন’ রচনা করা হয় ১৯৪৭ সালে। দেশটির প্রতিষ্ঠাতা রাজা আবদুল আজিজের অনুরোধে এটি লিখেছিলেন মিশরীয় সুরকার আবদ আল-রহমান আল-খতিব।

