রোববার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৫, ঢাকা

সাইফের হামলাকারীর বাড়ি ঝালকাঠি, হত্যা মামলায় পালান ভারতে 

জেলা প্রতিনিধি, ঝালকাঠি
প্রকাশিত: ২১ জানুয়ারি ২০২৫, ০১:৫০ পিএম

শেয়ার করুন:

loading/img

ভারতের জনপ্রিয় নায়ক সাইফ আলী খানের ওপর হামলায় অভিযুক্ত মুহাম্মদ শরিফুল ইসলাম সাজ্জাদ ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার রাজাবাড়িয়া গ্রামের বাসিন্দা। বিষয়টি ঢাকা মেইলকে বিশ্চিত করেছেন সাজ্জাদের পরিবার। 

সাজ্জাদ নলছিটি থানায় হত্যাসহ একাধিক মামলার আসামি। হত্যা মামলার পর তিনি এলাকা ছেড়ে আত্মগোপনে ছিলেন। পরিবারের সঙ্গেও তার কোনো যোগাযোগ ছিল না। গ্রেফতারের পর গণমাধ্যমে আসা ছবি দেখে সাজ্জাদকে শনাক্ত করে তার পরিবার। 


বিজ্ঞাপন


সাইফের হামলাকারী সাজ্জাদ রাজাবাড়িয়া গ্রামের রুহুল আমিন ফকিরের ছেলে। তিন ভাইয়ের মধ্যে তিনি দ্বিতীয়।

স্থানীয় ও পারিবারিক সূত্র জানায়, বাবার চাকরির সুবাদে পরিবারের সঙ্গে খুলনায় থাকতেন সাজ্জাদ। সে সময় থেকেই অবৈধপথে তার ভারতে যাতায়াত ছিল। খুলনায় থাকাকালে তিনি মাদক ও সন্ত্রাসী কার্যকলাপে জড়িয়ে পড়েন। তার বিরুদ্ধে একাধিক মামলাও হয়। এতে বিরক্ত হয়ে তার পরিবার গ্রামের বাড়ি চলে যায়। এলাকায় মাঝেমধ্যে আসা-যাওয়া থাকলেও স্থায়ী হতেন না সাজ্জাদ। ২০১৭ সালের পর থেকে তাকে আর এলাকায় দেখা যায়নি। পরিবারের সঙ্গেও তিনি যোগাযোগ করেননি।

সাজ্জাদের ছোট ভাই সালমান ফকির জানান, তার মেজো ভাই সাজ্জাদ ২০১৭ সালে রফিকুল ইসলাম নামে এক মোটরসাইকেলচালক হত্যা মামলার আসামি হওয়ার পর গ্রেফতার এড়াতে ভারতে পালিয়ে যান। এর আগে দেশে থাকা অবস্থায় ঢাকাসহ বিভিন্ন স্থানে বেশ কয়েকবার পুলিশের হাতে আটক হন তিনি। ভারতে পালিয়ে যাওয়ার পর তার সঙ্গে পরিবারের যোগাযোগ নেই।


বিজ্ঞাপন


বাবা রুহুল আমিন ফকির ঢাকা মেইলকে বলেন, ২০২৪ সালের মার্চ মাসে অবৈধভাবে সে ভারতে যায়। সেখানে গিয়ে হোটেলে চাকরি করে। শুনেছি, সে ভারতের কারাগারে আটক আছে। সে কীভাবে ভারতে গেছে, সেটা আমাদের জানা নেই।

মোল্লারহাট ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুস সালাম জানান, ২০১৭ সালে নলছিটির মোল্লারহাট স্টিল ব্রিজের কাছে ভাড়ায় মোটরসাইকেলের চালক রফিকুল ইসলামকে হত্যার ঘটনায় রাজাবাড়িয়া গ্রামের মুহাম্মদ শরিফুল ইসলাম সাজ্জাদকে আসামি করা হয়। এ ঘটনার পরে তিনি এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যান। এলাকায় থাকাকালে তিনি ছিনতাই, চুরি ও মারামারির সঙ্গে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে।

নলছিটি থানার ওসি আব্দুস সালাম ঢাকা মেইলকে বলেন, আমাদের কাছে এখনো কোনো বার্তা আসেনি। তবে সাজ্জাদের বিরুদ্ধে নলছিটি থানায় এবং ঢাকায় হত্যা মামলা রয়েছে। সে ছিনতাইয়ের সঙ্গেও জড়িত বলে পুলিশের কাছে অভিযোগ আছে।

প্রতিনিধি/আরআর 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর