অনেক দিন হলো রোগ জরার সঙ্গে বাস দক্ষিণী সুপারস্টার সামান্থা রুথ প্রভুর। বিরল রোগে আক্রান্ত তিনি। এজন্য অনেক দিন ছিলেন বিশ্রামে। নতুন করে আবার আক্রান্ত হয়েছেন নতুন রোগে।
ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, মশাবাহিত রোগ চিকুনগুনিয়ায় আক্রান্ত হয়েছেন সামান্থা। এ কারণে শরীরের প্রতিটি জয়েন্টে অর্থাৎ অস্থিসন্ধিতে ব্যথা অনুভব করছেন দক্ষিণী এই নায়িকা। সোশ্যাল মিডিয়ায় ইনস্টাগ্রামের স্টোরিতে রেড লাইট থেরাপি ক্লিনিকের বাইরে থেকে তোলা একটি ছবি পোস্ট করেছেন সামান্থা।
সেখানে নোট হিসেবে লিখেছেন, ‘আমার জয়েন্টগুলো এখনো ঠিক হয়নি।’ এরপরই হ্যাশট্যাগ দিয়ে
বিজ্ঞাপন
এ অভিনেত্রী জানিয়েছেন, চিকুনগুনিয়ায় আক্রান্ত হয়ে একদম বিছানায় পড়ে গেছেন তিনি। টানা চিকিৎসা চলছে। অসুস্থতার জন্য শারীরিকভাবে দুর্বল হলেও মনের দিক থেকে শক্ত রয়েছেন বলেও জানিয়েছে সামান্থা।
এদিকে সম্প্রতি বিয়ের পিরিতে বসেছেন সামান্থার প্রাক্তন নাগা চৈতন্য। এ নিয়েও চর্চায় ছিলেন নায়িকা। প্রাক্তনের পর তিনি করে গাঁটছড়া বাধছেন সে প্রশ্নও ছিল অনেকের মনে।

