বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪, ঢাকা

শিগগিরই সিনেমা হলে আসছে মেহজাবীনের ‘প্রিয় মালতী’

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৫ ডিসেম্বর ২০২৪, ১১:৫৪ এএম

শেয়ার করুন:

শিগগিরই সিনেমা হলে আসছে মেহজাবীনের ‘প্রিয় মালতী’

বড়পর্দায় নাম লিখিয়ে-ই সীমানা ছাড়িয়েছেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। প্রথম ও দ্বিতীয় ছবি নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে দ্যুতি ছড়িয়েছেন। আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবগুলোতে প্রদর্শিত ও প্রশংসিত হয়েছে ছবি দুটি। 

তাই দেখে উদ্বাহু নৃত্য করছিলেন মেহু অনুরাগীরা। তবে মনের কোণে আক্ষেপ পুষে রেখেছিলেন তারা। তাদের বড় সাধ প্রিয় তারকার সিনেমা প্রেক্ষাগৃহে বসে দেখার। এবার সে আক্ষেপ ঘোচানোর দিন এসেছে। শিগগিরই প্রেক্ষাগৃহে আসছে মেহজাবীনের দ্বিতীয় সিনেমা ‘প্রিয় মালতী’। সামাজিক মাধ্যমে এ খবর নিজেই জানিয়েছেন অভিনেত্রী।

469477964_1134003028094924_5515014142631611896_n

আজ বৃহস্পতিবার নিজের ফেসবুকে মেহজাবীন লিখেছে, ‘‘অপেক্ষার পালা শেষ, ইন্টারন্যাশনাল ফিল্ম ফ্যাস্টিভালের পর, আপনাদের ‘প্রিয় মালতী’ আসছে আপনাদের কাছে। শঙ্খ দাশগুপ্ত পরিচালিত সিনেমা ‘প্রিয় মালতী’ শিগগিরই আসছে সিনেমা হলে।’’

‘প্রিয় মালতী’র নাম ভূমিকায় অভিনয় করেছেন মেহজাবীন। ছবিটি নির্মাণ করেছেন শঙ্খ দাসগুপ্তর। গল্পও তার। চিত্রনাট্যে তার সঙ্গে হাত লাগিয়েছেন আবু সাঈদ রানা। এতে মেহজাবীন ছাড়াও অভিনয় করেছেন নাদের চৌধুরী, আজাদ আবুল কালাম, শাহজাহান সম্রাট, রিজভী রিজু প্রমুখ।

meh_20241105_135030164_(1)

এর আগে মিশরের কায়রো চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয় ‘প্রিয় মালতী’। এছাড়া সৌদি আরবের রেড সি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রতিযোগিতা বিভাগে নির্বাচিত হয়েছে মেহজাবীন চৌধুরীর প্রথম সিনেমা ‘সাবা’। একাধিক উৎসবের পর এবার মরুর দেশেও প্রদর্শিত হবে ছবিটি। 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর