শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪, ঢাকা

কায়রোর পর এশিয়ার প্রাচীনতম উৎসবে মেহজাবীনের ছবি 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৮ নভেম্বর ২০২৪, ১২:০৩ পিএম

শেয়ার করুন:

কায়রোর পর এশিয়ার প্রাচীনতম উৎসবে মেহজাবীনের ছবি 

একের পর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মুগ্ধতা ছড়াচ্ছে মেহজাবীন চৌধুরীর প্রথম সিনেমা ’সাবা’। একই পথে তার দ্বিতীয় সিনেমা ’প্রিয় মালতী’। কায়রো চলচ্চিত্র উৎসবের পর ভারতের গোয়ায় ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব ইন্ডিয়া’য় (ইফি) আমন্ত্রণ পেয়েছে সিনেমাটি।

ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব ইন্ডিয়া’র (ইফি) ৫৫ তম আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছে সিনেমাটি। ’প্রিয় মালতী’। 


বিজ্ঞাপন


465641077_1113171490178078_331193142781106496_n_20241105_134915150

ইফির ‘সিনেমা অব দ্য ওয়ার্ল্ড’ বিভাগে প্রতিযোগিতা করবে দেশের ‘প্রিয় মালতী’। উৎসবের পর্দা উঠবে ২০ নভেম্বর, চলবে ২৮ নভেম্বর পর্যন্ত। সেখানে পানজিম অডিটোরিয়াম-৪ এ ২৭ নভেম্বর প্রদর্শনী রয়েছে সিনেমাটির।

মেহজাবীন বলেন, ‘ইফিতে “প্রিয় মালতী” সিলেক্ট হওয়ায় পুরো টিম দারুণ অনুপ্রাণিত। উৎসবে নির্বাচিত হওয়ার ব্যাপারটি মাথায় রেখে তো কাজ করি না। কিন্তু যখন সেটা নির্বাচিত হয়, তখন খুবই ভালো লাগে। বিদেশের দর্শকরা সিনেমাটি দেখতে পারছে। তবে আমার সবচেয়ে ভালো লাগবে, যখন দেশের দর্শকরা সিনেমাটি দেখতে পারবেন।’ 

meh_20241105_135030164


বিজ্ঞাপন


এর আগে, মিশরের ৪৫তম কায়রো চলচ্চিত্র উৎসবে প্রিমিয়ার হয়েছে ‘প্রিয় মালতী’র। প্রিমিয়ারে উপস্থিত ছিলেন নির্মাতা শঙ্খ দাসগুপ্ত, অভিনেত্রী মেহজাবীন চৌধুরী, প্রযোজক আদনান আল রাজীব ও হাবিবুর রহমান তারেক। প্রদর্শনী শেষে সিনেমাটি নিয়ে কথা বলেন মেহজাবীন ও শঙ্খ। 

’প্রিয় মালতী’ ছবিতে মেহজাবীন ছাড়াও অভিনয় করেছেন নাদের চৌধুরী, আজাদ আবুল কালাম, শাহজাহান সম্রাট, রিজভী রিজু প্রমুখ।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর