সম্প্রতি চাউর হয়েছে অভিনেত্রী নিমরত কৌরের সঙ্গে পরকীয়ায় মত্ত অভিষেক বচ্চন। সেকারণেই ঐশ্বরিয়া রাইয়ের সঙ্গে বাড়ছে দূরত্ব। এবার গুঞ্জন উঠেছে দাওয়াত পেয়েও শ্বশুর বাড়ি গেলেন না ছোট বচ্চন। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।
সোশ্যাল মিডিয়ায় একটি ছবি ভাইরাল হয়েছে। যেখানে দেখা গেছে, ঐশ্বরিয়া মেয়ে আরাধ্যাকে নিয়ে তার মায়ের বাড়িতে হাজির এক পারিবারিক অনুষ্ঠানে। কিন্তু সেই ফ্রেমে অভিষেক নেই।
সূত্রের খবর, দাওয়াত পেলেও, অভিষেক নাকি ইচ্ছে করেই যাননি সেই পার্টিতে। বিচ্ছেদের গুঞ্জনের মাঝে অভিষেকের এমন পদক্ষেপ রীতিমতো ভাবাচ্ছে অভিষেক ও রাই সুন্দরীর অনুরাগীদের।

নিমরত কৌরের সঙ্গে ‘দশভি’ ছবিতে একসঙ্গে কাজ করেছেন অভিষেক। তবে এ ছবির শুটিং থেকেই নাকি মন দেওয়া নেওয়ার শুরু। এ নিয়ে অবশ্য মুখ খোলেননি অভিষেক, ঐশ্বরিয়া বা নিমরত। তাদের ঘনিষ্ঠরাও আছেন মুখে তালা দিয়ে।
২০০৭ সালে বচ্চন পরিবারের বউ হন ঐশ্বরিয়া। প্রথম দিন থেকেই স্বামী অভিষেকের পদবি জুড়েছেন নিজের নামের সঙ্গে। হয়েছেন ঐশ্বরিয়া রাই বচ্চন। প্রায় দেড় দশক কেটে গেছে তাদের দাম্পত্যের। আজকাল মিলনের চেয়ে বিচ্ছেদের গুঞ্জন বেশি শক্তিশালী সেখানে। ক্রমশ পাল্টাচ্ছে রঙ।

