শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪, ঢাকা

বিচ্ছেদ গুঞ্জনের মাঝে জেদ্দায় কার সঙ্গে নয়নতারা, শুভেচ্ছা স্বামীর

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৯ মার্চ ২০২৪, ১২:১২ পিএম

শেয়ার করুন:

বিচ্ছেদ গুঞ্জনের মাঝে জেদ্দায় কার সঙ্গে নয়নতারা, শুভেচ্ছা স্বামীর

কিছুদিন আগে স্বামী ভিগনেশ শিবানকে সোশ্যাল মিডিয়ায় আনফলো করেন দক্ষিণি সুপারস্টার নয়নতারা। সেইসঙ্গে একটি ইঙ্গিতপূর্ণ পোস্ট করেন যা নাড়িয়ে দিয়েছিল অনুরাগীদের। অনেকেই ভেবেছিলেন সংসার বুঝি টিকল না প্রিয় তারকার। এর কদিন পরই জেদ্দায় নয়নকে দেখা গেল সঙ্গীসহ। স্বমী ভিগনেশও জানালেন শুভেচ্ছা। 

তবে ঘাবড়ে যাওয়ার কিছু নেই। নয়নতারার সঙ্গে অন্য কাউকে দেখা যায়নি। অভিনেত্রী এখন স্বামী ও সন্তান নিয়ে জেদ্দায় ছুটি কাটাচ্ছেন। নিজেই সামাজিক মাধ্যমে প্রকাশ করেছেন সে ছবি। সেখানে দেখা গেছে, ছেলেদের কোলে নিয়ে হাসিমুখে পোজ দিয়েছেন দম্পতি। ক্যাপশনে নয়ন লিখেছেন, অনেক দিন পর ছেলেদের সঙ্গে ভ্রমণ। নয়নতারার পোস্ট আবার নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেছেন স্বামী ভিগনেশ।


বিজ্ঞাপন


এদিকে গতকাল ৮ মার্চ ছিল আন্তর্জাতিক নারী দিবস। এদিন স্ত্রীর উদ্দেশে এক বার্তায় ভিগনেশ লিখেছেন, ‘শুভ আন্তর্জাতিক নারী দিবস’। সঙ্গে বেশ কয়েকটি ভালোবাসার চিহ্ন। অন্যদিকে আনফলো করার ২৪ ঘণ্টার মধ্যে ভিগনেশকে ফলো করা শুরু করেছেন নয়ন। এতে অনেকেরই মনে হয়েছে সাময়িক মনোমালিন্যের জেরেই হয়তো আগের ঘটনাগুলি ঘটেছে।

ভিগনেশ শিবানের সঙ্গে দীর্ঘ দিন প্রেম করেছেন নয়নতারা। তারপর ২০২২ সালের জুন মাসে চারহাত এক হয়। অক্টোবরেই সারোগেসির মাধ্যমে যমজ পুত্রের অভিভাবক হন তারা। 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর