রোববার, ১৬ মার্চ, ২০২৫, ঢাকা

অক্ষয় এক সময় দুধওয়ালা ছিল: অজয় দেবগন

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১০ নভেম্বর ২০২৪, ০১:৫৩ পিএম

শেয়ার করুন:

loading/img

বলিউডে তিন দশক ধরে আছেন অক্ষয় কুমার। ৫৭ তে পা দিয়েও শারীরিকভাবে সুঠাম তিনি। এজন্য কম কসরত করতে হয় না তাকে। ভোরে বিছানা ছাড়েন, রাত ৯টার মধ্যে ঘুমিয়ে যান। খাওয়া দাওয়ায় করেন নিয়ম মেনে। সুযোগ পেলেই এসব শোনান অক্ষয়। এবার তার নিয়মানুবর্তিতা নিয়ে রসিকতা করে অজয় দেবগন। 

এক সাক্ষাৎকারে অজয়কে প্রশ্ন করা হয়েছিল, তিনি অক্ষয়ের সম্পর্কে কোনো অজানা তথ্য জানেন কি না! উত্তরে অজয় বলেন, “আমার মনে হয় সকলে সব জানেন। অক্ষয় ভোর ৪টার সময় ঘুম থেকে ওঠে। কিন্তু আপনারা জানেন না ও এক সময় দুধওয়ালা ছিল। আপনারা জিজ্ঞাসা করে নেবেন।”


বিজ্ঞাপন


বি-টাউনে অজয় ও অক্ষয়ের শুরুটা নব্বই দশকে। দু’জনে একসঙ্গে কাজ করেছেন, ‘সুহাগ’, ‘খাকি’, ‘হে ব্রো’, ‘ওয়ান্স আপঅন আ টাইম ইন মুম্বই’ প্রভৃতি ছবিতে। সবশেষ রোহিতের সিংহাম অ্যাগেইন ছবিতে তাদের একসঙ্গে দেখা যাচ্ছে।

সম্প্রতি মুক্তি পেয়েছে ছবিটি। এতে অজয় অক্ষয় ছাড়াও অভিনয় করেছেন কারিনা কাপুর, রণবীর সিং, দীপিকা, সালমান খান প্রমুখ। 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন