মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫, ঢাকা

পঞ্চম দিনে ‘সিংহাম অ্যাগেইন’কে বুড়ো আঙুল দেখাল ‘ভুলভুলাইয়া ৩’

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৬ নভেম্বর ২০২৪, ১২:৩৪ পিএম

শেয়ার করুন:

পঞ্চম দিনে সিংহাম অ্যাগেইন’কে বুড়ো আঙুল দেখাল ‘ভুলভুলাইয়া ৩’

বলিউডে এবারের দীপাবলি অন্য বছরগুলোর চেয়ে আলাদা। কেননা একই দিনে মুক্তি পেয়েছে দুটি চাহিদাসম্পন্ন ছবির সিক্যুয়েল ‘ভুলভুলাইয়া ৩’ এবং ‘সিংহাম অ্যাগেইন’। এ যেন সেয়ানে সেয়ানে টক্কর। চলুন দেখা যাক মুক্তির পঞ্চম দিনে কার কোথায় অবস্থান।

দুটি ছবি ভালো ব্যবসা করলেও তৃতীয় দিন পর্যন্ত কার্তিক আরিয়ানকে পেছনে ফেলে প্রতিযোগিতার ইদুর দৌড়ে এগিয়ে ছিলেন অজয় দেবগণ। তবে পঞ্চম দিনের ফলাফলে গণেশ উল্টে গেছে। অজয়ের ‘সিংহাম অ্যাগেইন’কে বুড়ো আঙুল দেখিয়ে এগিয়ে আছে কার্তিকের ‘ভুলভুলাইয়া ৩’।


বিজ্ঞাপন


singham-again-vs-bhool-bhulaiyaa-3-advance-booking_1730204008292_1730204008473_20241104_123152341

গতকাল মঙ্গলবার আয়ের ঝুলিতে ১৩.৫০ কোটি তোলে ‘ভুলভুলাইয়া ৩’। এদিন ‘সিংহাম অ্যাগেইন’ও একই পরিমাণ অর্থ তুলেছে। কিন্তু পাঁচ দিনের মোট আয়ে অজয় পিছিয়ে গেছেন কার্তিকের থেকে।

পাঁচ দিনে দেশের বাজারে ‘ভুলভুলাইয়া ৩’মোট আয় ১৩৭.৫০ কোটি। অন্য্যদিকে ‘সিংহাম অ্যাগেইন’তুলেছে ১৫৩.২৫ কোটি। অক্ষয় কুমার, সালমান খান, টাইগার শ্রফ, রণবীর সিংদের দাওয়াত করে এনেও অজয় পারেননি কার্তিক আরিয়ান, বিদ্যা বালান ও মাধুরী দীক্ষিতের সঙ্গে। 

‘সিংহাম অ্যাগেইন’-এ অভিনয় করেছেন অজয় দেবগণ, কারিনা কাপুর, রণবীর সিং, দীপিকা, অক্ষয় কুমার, সালমান খান প্রমুখ। ভৌতিক সিনেমা ‘ভুলভুলাইয়া ৩’-এ দেখা যাবে মাধুরী দীক্ষিত ও বিদ্যা বালানকে। আরও আছেন কার্তিক আরিয়ান।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর