রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

প্রাণনাশের হুমকির মাঝেই বড় সিদ্ধান্ত সালমানের, দিশেহারা ভক্তরা 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৮ অক্টোবর ২০২৪, ১২:৩০ পিএম

শেয়ার করুন:

প্রাণনাশের হুমকির মাঝেই বড় সিদ্ধান্ত সালমানের, দিশেহারা ভক্তরা 

সালমান খানের গলার কাটা হয়ে দাঁড়িয়েছেন গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই। তার দেওয়া প্রাননাশের হুমকি তাড়া করে বেড়াচ্ছে অভিনেতাকে। এই হুমকি মাথায় নিয়েই বড় সিদ্ধান্ত নিলেন ভাইজান। যা অনেকের কাছে মনে হচ্ছে বাড়াবাড়ি। ভক্তরা তো রীতিমতো দিশেহারা।

পছন্দের শিল্পীদের নিয়ে দেশ-বিদেশে ট্যুরে যান সালমান। নাচ-গানে ভরিয়ে দেন অডিটোরিয়াম। গত বছর গিয়েছিলেন কলকাতায়। এবার যাচ্ছেন দুবাই। আগামী ৭ ডিসেম্বর যোগ দেবেন সেখানকার শো’র নাম ‘দ্য ব্যাং’-এ । রত্নখোচিত সেই শোয়ে ভাইজানের সঙ্গে থাকবেন জ্যাকলিন, প্রভুদেবা থেকে শুরু করে তামান্না ভাটিয়া, দিশা পাটানি, সোনাক্ষী সিনহা, সুনীল গ্রোভারসহ অনেকেই। প্রায় চার ঘণ্টা ধরে চলবে সেই শো।

salman-khan_20241023_135758143

সালমানের এই সিদ্ধান্ত ভালো চোখে দেখছেন না অনুরাগীরা। প্রাণনাশের হুমকির মধ্যে খোলা জায়গায় শো করাটা বিপজ্জনক মনে হচ্ছে তাদের কাছে। দুশ্চিন্তায় ঘুম উড়ে গেছে তাদের। কিন্তু অনড় পর্দার টাইগার।

এতে অনেকেই তার ওপর ক্ষোভ ঝাড়ছেন ‘অবিচবেচক’ বলে। কিন্তু সালমানের এক কথা, একবার কথা যেহেতু দিয়েছেন না যাওয়ার প্রশ্নই ওঠে না। যদিও কড়া নিরাপত্তায় থাকবেন ভাইজান। বিশ্বস্ত নিরাপত্তারক্ষী শেরাও থাকবেন। তবুও আতঙ্ক কাটছে না কাছের মানুষদের।

Snapinsta.app_464746792_1384554892503140_3698534342638263152_n_1080

এদিকে প্রাণনাশের হুমকি পাত্তা না দিয়ে ‘সিংহাম অ্যাগেইন’-এর শুটিং করেছেন সালমান। শুটিং ফ্লোরে সালমানের জন্য বিশেষ নিরাপত্তার ব্যবস্থাও করেছিলেন রোহিত শেঠি ও তার শুটিং টিম। ছিলেন অজয় দেবগণও। 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর