পাকিস্তানের জনপ্রিয় গায়ক আদনান সামির মা নওরিন সামি আর নেই। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৭ বছর। সামাজিক মাধ্যমে মায়ের মৃত্যুর খবর সামি নিজেই জানিয়েছেন। তবে মৃত্যুর কারণ জানাননি গায়ক।
সোশ্যাল মিডিয়ায় মায়ের ছবি শেয়ার করে আবেগঘন পোস্ট করেছেন আদনান। লিখেছেন, বেগম নওরিন সামি খান ১৯৪৭-২০২৪। সঙ্গে লিখেছেন, ‘ভীষণ দুঃখের সঙ্গে জানাচ্ছি যে আমার প্রিয় মা বেগম নওরিন সামি খান প্রয়াত। আমর পরিবার এই মুহূর্তে গভীর শোকের মধ্যে রয়েছে। তিনি একজন অবিশ্বাস্য নারী যিনি ভালোবাসা এবং আনন্দ ভাগ করে নিয়েছেন সবসময়। মায়ের স্পর্শ, ভালোবাসা মিস করব। আমার মায়ের আত্মার শান্তি কামনা করবেন। আল্লাহ আমাদের প্রিয় মানুষকে যেন জান্নাতে স্থান দেন।’
বিজ্ঞাপন
এদিকে এমন খবরে মন খারাপ গায়কের ভক্তদের। তারা সামাজিক মাধ্যমে জানাচ্ছেন শোক। আদনান সামির সহকর্মীরাও শোকাহত।
বলিউডে শেষবারের মতো আদনান সামিকে দেখা যায় ২০১৫ সালে। 'বজরঙ্গি ভাইজান' সিনেমায় ‘ভর দো ঝোলি মেরি’ শিরোনামের একটি গান করেছিলেন। গানটি বেশ সমাদৃত হয়েছিল।

