বিয়ে করে সংসারী হয়েছেন টলিউড অভিনেত্রী কোয়েল মল্লিক। কাজের ফাঁকে তিন বছরের সন্তান কবীরকে নিয়েই তার সুখের দুনিয়া। এদিকে অনেকের প্রশ্ন তারকা মাকে পর্দায় দেখে সন্তানের অনুভূতি কেমন হয়? কী বলে সে? বিষয়টি নিয়ে এবার কথা বললেন কোয়েল।
আপাতত তিন বছর বয়স তার কবীরের। কোয়েল জানান মাকে বড় পর্দায় এখনও দেখেনি সে। কোয়েল চেষ্টা করেন ছেলেকে টিভি বা ভিডিও দেখে দূরে রাখার।
বিজ্ঞাপন
কারণ ব্যাখ্যা করতে গিয়ে অভিনেত্রী বলেন, ‘এখনকার সময়ে মানুষ নিজেদের মধ্যে গল্প-আড্ডা দিতে ভুলে যাচ্ছে। নিজেদের মধ্যে মজা করা ভুলে যাচ্ছে। সবাই এত টেক স্যাভি হয়ে যাচ্ছে। আমি যেহেতু নিজে এসব এতটা পছন্দ করি না তাই ওকে একটু দূরে রেখেছি। সব জিনিসেরই ভালো-খারাপ আছে। পরবর্তীকালে যখন দরকার পড়়বে তখন অবশ্যই ও এগুলো দেখবে। তবে ব্যালেন্স রাখাটা দরকার। ছবি অবশ্যই দেখেছে। সংবাদপত্রে বা কোথাও যদি বের হয়। মাম্মা মাম্মা করতে থাকে।’
মুক্তির অপেক্ষায় রয়েছে কোয়েল অভিনীত ‘জঙ্গলে মিতিন মাসি’। পূজায় প্রেক্ষাগৃহে আসবে ছবিটি। ক্যামেলিয়া প্রোডাকশন প্রাইভেট লিমিটেডের প্রযোজনায় তৈরি হয়েছে এটি। এতে কোয়েলের স্বামীর চরিত্রে অভিনয় করতে দেখা যাবে শুভ্রজিৎ দত্তকে।

