বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫, ঢাকা

মা হলেন দীপিকা 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০২:০৬ পিএম

শেয়ার করুন:

মা হলেন দীপিকা 

দীপিকা পাড়ুকোনের কোলজুড়ে নতুন অতিথির আগমন ঘটবে উত্তেজনায় ঘুম ছিল না অনুরাগীদের চোখে। সন্তানকে বরণ করে নিতে রণবীর সিংও মুখিয়ে ছিলেন। কিনেছেন নতুন বাড়ি। অবশেষে অপেক্ষার অবসান। মা হলেন দীপিকা। 

রোববার (৮ সেপ্টেম্বর) কন্যাসন্তানের জন্ম দিলেন তিনি। তবে সমাজমাধ্যমে সন্তানের জন্মের খবর এখনও নিজেরা প্রকাশ করেননি তারকা দম্পতি। 

1725780710_deepika-8

জানা গেছে, মা হওয়ার পরে দীপিকা কিছুদিন অভিনয় থেকে বিরতি নিতে পারেন। রিপোর্ট অনুযায়ী, সম্ভবত ২০২৫ সালের মার্চ পর্যন্ত মাতৃত্বকালীন ছুটি নেওয়ার পরিকল্পনা করছেন। ছুটির পর ফের ‘কল্কি ২৮৯৮ এডি’ সিক্যুয়েলের কাজ শুরু করবেন।

শুক্রবার মুম্বাইয়ের সিদ্ধিবিনায়ক মন্দিরে পূজা দিতে গিয়েছিলেন দীপিকা-রণবীর। তখনই রাস্তায় হাতজোড় করে প্রণাম করলেন হাজির সাধারণ মানুষজনদের। সবুজ রঙের ভারী একটি শাড়ি পরলেও গলা-হাত ছিল খালি। শুধু কানে দুল। চুল বাঁধা। মেক আপের বাহুল্য ছিল না। সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগে ঈশ্বরের আশীর্বাদ নিতে পৌঁছে যান তারা।

Snapinsta.app_458207932_18471290629011278_8602091958868701381_n_1080_20240903_141955574

এদিকে শোনা যাচ্ছিল, সেপ্টেম্বরে মা হতে চলেছেন দীপিকা । ২৯ ফেব্রুয়ারি ইনস্টাগ্রামে ভক্তদের সেরকম খবরই দিয়েছিলেন তারকা-দম্পতি। তবে তার আগেই মায়ের কোলে এলো রণদীপের সন্তান। 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর