দীপিকা পাড়ুকোনের কোলজুড়ে নতুন অতিথির আগমনের দিন ক্রমশ ঘনিয়ে আসছে। সেজন্য প্রস্তুত তার কাছের মানুষেরা। সন্তানকে বরণ করে নিতে রণবীর সিংও মুখিয়ে আছেন। কিনেছেন নতুন বাড়ি। সন্তান জন্মের তারিখও জানা গেছে। এবার অভিনেত্রী প্রকাশ করলেন বেবি বাম্পের ছবি।
বিজ্ঞাপন
মাতৃত্বকালীন বিশেষ ফটোশুট করিয়েছেন দীপিকা। সাদা-কালো সেই ছবিই সোমবার সমাজমাধ্যমে ভাগ করে নিয়েছেন। তবে দীপিকা একা নন। ফটোশুটে অভিনেত্রীর সঙ্গী হয়েছেন স্বামী রণবীর সিংহও। দু’জনেই হাসিমুখে ধরা দিয়েছেন সেখানে।
কয়েকটি ছবিতে দীপিকা একা রয়েছেন। আবার কয়েকটি ছবিতে রণবীর তাকে আগলে রেখেছেন। ফটোশুটের জন্য একাধিক পোশাক বেছে নিয়েছেন অভিনেত্রী। রণবীরের পরনে টি-শার্ট।
বিজ্ঞাপন
এদিকে দীপিকা নিজের গর্ভে সন্তান ধারণ করছেন নাকি অন্যের গর্ভ ভাড়া নিয়েছেন এ নিয়ে বিস্তর সন্দেহ ছিল অনেকের। স্ফীতোদরের ছবি দিয়ে অভিনেত্রী যেন বিষয়টি পরিষ্কার করলেন।
এদিকে প্রিয় তারকার বেবিবাম্পের ছবি দেখে ভক্তরা আনন্দে বিমোহিত। সহকর্মীরাও জানিয়েছেন শুভেচ্ছা। মালাইকা আরোরা, বিপাশা বসু, ওরি-সহ একাধিক বলিউড তারকারা আছেন এ তালিকায়।