সোমবার, ১৭ মার্চ, ২০২৫, ঢাকা

কঙ্গনাকে হত্যার হুমকি 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৭ আগস্ট ২০২৪, ০১:২০ পিএম

শেয়ার করুন:

loading/img

মুক্তির অপেক্ষায় কঙ্গনা রণৌত অভিনীত সিনেমা ‘ইমার্জেন্সি’। এর আগে সিনেমাটির ট্রেলার বেশ সপ্রশংসিত হয়েছিল। তবে শিখ সম্প্রদায়ের মন গলাতে পারেনি। তাদের অভিযোগ ছবিটিতে শিখদের অপমান করা হয়েছে। সে কারণে ছবিটির মুক্তিতে বাঁধা দিচ্ছিলেন তারা। এবার সরাসরি কঙ্গনাকে দিলেন প্রাণনাশের হুমকি।

আরও পড়ুন: ইন্দিরা গান্ধী রূপে চমকে দিলেন কঙ্গনা

ভারতীয় সংবাদয়ামধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে, একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে, যেখানে পঞ্জাবের প্রভাবশালী শিখ নেতা ভিকি থমাস সিং-কে কঙ্গনাকে হুমকি দিতে দেখা যাচ্ছে, মারাত্মক পরিণতির। 

1302879-emergency-20220715141422

তাকে বলতে শোনা যায়, ‘ইতিহাস বদলানো যায় না। যদি তারা শিখদেরকে সন্ত্রাসবাদী হিসেবে তুলে ধরেন, তাহলে মনে রাখবেন যার সিনেমা বানাচ্ছে, তার পরিণতি কী হয়েছিল। মনে রাখবেন সতবন্ত সিং এবং বিয়ন্ত সিং কে ছিলেন। যারা আমাদের খোঁচায়, সেই আঙুলই কেটে দেই আমরা। আমরা যদি নিজেদের গলা কাটাতে পারি, তাহলে গলা কাটতেও পারি।’

আরও পড়ুন: শ্রীলেখাকে যৌন হেনস্তা, পুলিশে অভিযোগ দিলেন অভিনেত্রী

ভিডিওতে অন্য একজন বলেন, ‘আপনি যদি এই সিনেমা রিলিজ করেন তাহলে সর্দাররা আপনাকে চপ্পল দিয়ে মারবে। থাপ্পড় তো খেয়েই নিয়েছেন। আমি খুব গর্বিত ভারতীয়। আমার দেশে এবং আমার মহারাষ্ট্রের কোথাও যদি আমি আপনাকে দেখতে পাই, শুধু একজন শিখ এবং একজন গর্বিত মারাঠি হিসেবে নয়, আমার সমস্ত হিন্দু, খ্রিস্টান এবং মুসলিম ভাইয়ের হয়ে আপনাকে চপ্পল দিয়ে স্বাগত জানাব।’ প্রাক্তন বিগ বস প্রতিযোগী এবং বিতর্কিত অভিনেতা আজাজ খানকেও ভিডিওতে দেখা গেছে। 

kangn-20220715140901

এদিকে হুমকির ভিডিও চোখে পড়েছে কঙ্গনার। নিজের এক্স হ্যান্ডেলে তা শেয়ার করে ট্যাগ করেছেন মহারাষ্ট্র, পঞ্জাব ও হিমাচলপ্রদেশের পুলিশকে।

চলচ্চিত্রটিতে ইন্দিরার রাজনৈতিক জীবনের গল্প তুলে ধরা হয়েছে বলে এর আগে জানিয়েছিলেন কঙ্গনা। সিনেমাটিতে অভিনয়ের পাশাপাশি পরিচালনা ও প্রযোজনার দায়িত্বেও তিনি নিজেই রয়েছেন।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন