শনিবার, ২২ মার্চ, ২০২৫, ঢাকা

শুটিং থেকে ফেরার পথে গাড়ি দুর্ঘটনা, আহত অভিনেতা 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৫ আগস্ট ২০২৪, ১১:৪৭ এএম

শেয়ার করুন:

loading/img

রাতে শুটিং থেকে ফেরার পথে গাড়ি দুর্ঘটনায় আহত টলিউড অভিনেতা সাহেব ভট্টাচার্য। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

শুক্রবার (২৩ আগস্ট) রাতে দুর্ঘটনার শিকার হন সাহেব। ‘কথা’নামের একটি ধারাবাহিকের শুটিং সেরে বাড়ি ফিরছিলেন তিনি। নিজের গাড়ি ছিল না বলে তিনি ও তার সহকারী অ্যাপ ক্যাব বুক করেন। জেমস লং সরণীতে গাড়ি ওভারটেক করতে গিয়ে ক্যাবটি রাস্তার ডিভাইডারে ধাক্কা মারে। দ্রুত গতিতে চলতে থাকা গাড়িটি উল্টে যায়। ঘটনার আকস্মিকতা এখনও ভুলতে পারছেন না সাহেব।


বিজ্ঞাপন


আরও পড়ুন: পরিচালকের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ শ্রীলেখার
আরও পড়ুন: সবাইকে খাওয়াতে ভালোবাসেন উরফি

সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘‘চমকে যাই! তারপর প্রায় আরও কিছু দূর গাড়ি ওই অবস্থায় এগিয়ে যেতে থাকে। আমাকে রীতিমতো গাড়ির দরজা ভেঙে বের করা হয়েছে।’’
তবে এ ঘটনায় খুব একটা চোট পাননি অভিনেতা। তার সহকারীর হাতে গভীর ক্ষত হয়েছে। দুর্ঘটনার কিছুক্ষণের মধ্যেই পুলিশ পৌঁছায় ঘটনাস্থলে। সাহেবের অনিমান, চালককে গ্রেফতার করেছে তারা। 

এ নিয়ে পুলিশে কোনো অভিযোগ করেননি সাহেব। কিন্তু প্রশ্ন তুলেছেন অ্যাপ ক্যাবের সুরক্ষা নিয়ে। তার কথায়, ‘‘গাড়ি উল্টে যাওয়ার পরেও কোনো এয়ার ব্যাগ কাজ করেনি। চালকের আসন এবং পাশের যাত্রী আসনটি খুলে বেরিয়ে এসেছিল। বোঝাই যাচ্ছে অ্যাপ ক্যাব কোম্পানিগুলো কী ধরনের গাড়ি ব্যবহার করছে!’’

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর